বিনোদন

আমজাদ হোসেনকে নিয়ে স্মৃতিচারণ করলেন শাবনূর

স্টাফ রিপোর্টার

১৮ ডিসেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:২৯ পূর্বাহ্ন

ঢাকাই সিনেমার ব্যবসাসফল ছবির নায়িকা শাবনূরের জন্মদিন ছিল গতকাল। এবারের জন্মদিনে বিশেষ কোনো আয়োজন তিনি করেননি। শাবনূর এ প্রসঙ্গে বলেন, এবারের জন্মদিনটা পরিবারের সঙ্গেই কাটিয়েছি। ভক্ত ও বন্ধুরা মূলত কেক, ফুল নিয়ে বাসায় হাজির হয়েছিলেন। আমি নিজে কিছুই করিনি। মা রান্না করেছে। আমার বোন অস্ট্রেলিয়া থেকে এসেছে। তারপরও ভালো লাগছে না। মূলত আমাদের দেশের গুণী নির্মাতা আমজাদ হোসেনের মৃত্যুর সংবাদটা জানার পর থেকে মনটা আমার ভালো নেই। তিনি যে কি ধরনের মেধাবী নির্মাতা ছিলেন তা এক কথায় বোঝানো যাবে না। তার পরিচালনায় ‘কাল সকালে’, ‘প্রাণের মানুষ’, ‘সুন্দরী বধূ’, ‘গোলাপী এখন বিলেতে’ নামের জনপ্রিয় ছবিগুলোতে কাজ করা হয়েছিল আমার। শাবনূর আরো বলেন, শুটিংয়ের সেটে অনেক কম কথা বলতেন তিনি। তবে তার কথাগুলো শুনলে মনে হতো সব কাজ বন্ধ করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকি। ‘গোলাপী এখন বিলেতে’ ছবিতে কাজ করার সময় তো দেড় মাস লন্ডনে ছিলাম। তখন উনার সঙ্গে কাজের বাইরে অনেক কথা হতো। সকালে ঘুম থেকে উঠে পাখির ডাক শুনতে বলতেন, সকালে সফট মেলোডি গান শুনতে বলতেন। ভালো মনের মানুষ ছিলেন তিনি। আমার সৌভাগ্য একজন অভিনয়শিল্পী হিসেবে উনার বেশ কয়েকটি ছবিতে কাজ করার সুযোগ হয়েছিল। স্কুলে পড়া অবস্থায় প্রয়াত চলচ্চিত্র নির্মাতা এহতেশামের হাত ধরে চলচ্চিত্রে কাজ শুরু করেন শাবনূর। গত শতকের নব্বইয়ের দশকের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এই নায়িকা টানা কাজ করেছেন ২০১০ সাল পর্যন্ত। তার দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল ছবি। সবশেষ ‘পাগল মানুষ’ নামের একটি ছবিতে তিনি অভিনয় করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status