দেশ বিদেশ

উচ্চমানের বিশ্ববিদ্যালয়ের শীর্ষে চীন, তালিকায় নেই বাংলাদেশ

মানবজমিন ডেস্ক

১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:৫৮ পূর্বাহ্ন

 এশিয়ার উচ্চ মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলোর বেশির ভাগই চীনে। এমন বিশ্ববিদ্যালয়কে বলা হচ্ছে হাই র‌্যাঙ্কড। তবে এমন বিশ্ববিদ্যালয় যেসব দেশে রয়েছে তার মধ্যে বাংলাদেশের নাম নেই। এশিয়ায় এমন উচ্চ মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে মোট ৬৩টি আছে এশিয়ায়। নয়াদিল্লিভিত্তিক ডাটা লিডস এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, চীনের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান এবং তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। ওই রিপোর্টে বলা হয়েছে, এশিয়ার যেসব দেশে এমন হাই র‌্যাঙ্কড বিশ্ববিদ্যালয় নেই তার মধ্যে রয়েছে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, ব্রনেই, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও মঙ্গোলিয়া। ইউএস নিউজ ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে এসব কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, বিশ্বের মোট ৫০০ বিশ্ববিদ্যালয়কে এই তালিকায় রাখা হয়েছে। এর মধ্যে হাই র‌্যাঙ্কড বিশ্ববিদ্যালয়ের দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে এমন বিশ্ববিদ্যালয় আছে ১৩৪টি। এ তালিকা করতে গিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা পারফরমেন্সকে ধর্তব্যের মধ্যে নেয়া হয়েছে। এছাড়া সারাবিশ্বে ও এশিয়ায় শিক্ষাবিদ সমাজের সদস্যদের মধ্যে রেটিংয়ের ভিত্তিতে এ তালিকা করা হয়েছে। এশিয়ায় হাই র‌্যাঙ্কড বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি আছে চীনে এবং সেখানে এ সংখ্যা ২৬। ওই দেশটি শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতি করে চলেছে। সেখানে গবেষণায় উন্নতি ঘটছে। সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। এ তালিকায় রয়েছে পেকিং ইউনিভার্সিটি ও সিংহুয়া ইউনিভার্সিটি। কিয়োটে ইউনিভার্সিটি ও টোকিও ইউনিভার্সিটি সহ ১৭টি হাই র‌্যাঙ্কড বিশ্ববিদ্যালয় নিয়ে জাপান আছে দ্বিতীয় অবস্থানে। দক্ষিণ কোরিয়ায় এমন বিশ্ববিদ্যালয় আছে ১১টি। ভারতে আছে ৪ঠি। তার মধ্যে আছে ইউনিভার্সিটি অব দিল্লি। তবে এ তালিাকায় উঠে আসতে পারেনি জওয়াহার লাল নেহরু ইউনিভার্সিটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status