বাংলারজমিন

‘আমি জনগণের সঙ্গে আছি এবং থাকবো’

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:৩৪ পূর্বাহ্ন

রাজশাহী প্রেস ক্লাবে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র-এমপি মিজানুর রহমান মিনু। এ সময় তিনি বেকারদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দেয়ার পাশাপাশি বলেন, ‘আমি জনগণের সঙ্গে আছি এবং থাকবো। মিজানুর রহমান মিনু বলেন, একসময় প্রখ্যাত আইনবিদ, শিক্ষাবিদ দীর্ঘদিনের রাজনীতির মধ্য দিয়ে বেড়ে উঠা জননন্দিত ব্যক্তিরাই জনপ্রতিনিধির দায়িত্ব পেতেন। কিন্তু ব্যত্যয় ঘটেছে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ প্রায় সব আমলে। এই ধারার কারণে যেখানে ২২ পরিবার ছিলো সেখানে আজ ৬২ হাজার পরিবারের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। আমি ২৭ বছর ধরে সাধারণ মানুষের ভেতরে আছি। সকাল থেকে রাত অবধি তাদের সাথেই আমার উঠা-বসা। ২০০১ সালের জাতীয় নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ ভোটে (১ম বেগম খালেদা জিয়া ও ২য় আওয়ামী লীগ নেতা শেখ সেলিম) সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। ১৭ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। এলাকার মুরব্বিরা কখনও আমাকে মিনু ছাড়া এমপি সাহেব বা মেয়র সাহেব হিসেবে ট্রিট করেন নি। তাদের স্নেহের মিনু ছিলাম ও আছি। আগামী ৩০ তারিখের রায়ে তারা তাদের এই আপন মানুষটিকে বিপুল ভোটের মধ্য দিয়ে বিজয়ী করে আনবেন, সেই ভরসা আমার আছে। তার সময়ে ২০০৪ সালে জাতিসংঘ রাজশাহীকে বিশ্বের মধ্যে ‘হ্যাপি সিটি’ হিসেবে ভূষিত করে। গতকাল সন্ধ্যায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে গণসংযোগ শেষে রাজশাহী প্রেস ক্লাবে মত বিনিময়কালে মিজানুর রহমান মিনু এসব কথা বলেন। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে রাজশাহী প্রেস ক্লাব সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, যুগ্ম-সম্পাদক নূরে ইসলাম মিলনসহ প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট কলামিস্ট মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহাও উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status