বাংলারজমিন

মৌলভীবাজার-৩

সমতা ভাঙবেন কে?

মৌলভীবাজার প্রতিনিধি

১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:৩৪ পূর্বাহ্ন

মৌলভীবাজার জেলার ৪টি আসনের মধ্যে জেলা সদর ও রাজনগর নিয়ে গঠিত আসনটি (মৌলভীবাজার-৩) মর্যাদাপূর্ণ ভোটারদের কাছে। এ আসনে ভোটের মাঠের মূল লড়াই হবে আওয়ামী লীগ-বিএনপির দুই সভাপতি নেছার আহমদ ও নাসের রহমানের মধ্যে। বিগত দিনের (৫ম সংসদ থেকে) আসন প্রাপ্তির হিসাবে আওয়ামী লীগ-বিএনপির দখল ছিল সমান সমান। এবার ধানের শীষ ও নৌকা প্রতীকের দুই প্রার্থীর চূড়ান্ত লড়াইয়ে কোন দল এগিয়ে যাবে এ নিয়ে কৌতূহল আছে। এ আসনে বিজয়ী হয়ে কে ভাঙবেন আসন সমতা- এ আলোচনা আছে ভোটের মাঠে। মৌলভীবাজার জেলায় মোট আসনসংখ্যা ৪টি। মৌলভীবাজার সদর এবং রাজনগর উপজেলা নিয়ে গঠিত (মৌলভীবাজার-৩) এ আসনে মোট ভোটার ৩ লাখ ৯১ হাজার ৩৫৮ জন। মৌলভীবাজার সদর উপজেলায় আছে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন। রাজনগর উপজেলায় আছে ৮টি ইউনিয়ন। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ১৭০ ও মহিলা ভোটার ১ লাখ ৯৪ হাজার ১৮৮। এর মধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৮শ ৩ জন। রাজনগর উপজেলায় ১ লাখ ৫৬ হাজার ৫৫৫ জন ভোটার। মৌলভীবাজার-৩ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। এরা হচ্ছে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, বিএনপির ধানের শীষ প্রতীকে বিএনপি জেলা সভাপতি এম নাসের রহমান, মই প্রতীকে বাম জোটের পক্ষে জেলা বাসদের আহ্বায়ক মইনুর রহমান (মগনু মিয়া), রিক্সা প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা লুৎফুর রহমান কামালী এবং হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মো. আসলাম।
মৌলভীবাজার ও রাজনগর উপজেলার ভোটারদের সঙ্গে আলাপ করে জানা যায় যদি ভোট ঠিকঠাকমতো হয় তবে এই আসনে প্রার্থী সংখ্যা যাই থাকুক না কেন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ অর্থাৎ ১৪ দলীয় জোট প্রার্থী নেছার আহমদ এবং বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থী নাসের রহমানের মধ্যে।
এদিকে ১৯৯১ সাল থেকে এ আসনের যে কয়টি অংশগ্রহণ মূলক নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ভোট বিশ্লেষণ করলে দেখা যায় ১৯৯১ (৫ম সংসদ) সালে এই আসনে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আজিজুর রহমান নিকটতম ছিলেন জাতীয় পার্টির প্রার্থী। ১৯৯৬ সালে (৭ম সংসদ) নির্বাচনে বিএনপি প্রার্থী এম সাইফুর রহমান নির্বাচিত হন। নিকটতম ছিলেন আওয়ামী লীগের আজিজুর রহমান। ২০০১ সালে নির্বাচিত হন বিএনপি প্রার্থী এম সাইফুর রহমান। নিকটতম ছিলেন আওয়ামী লীগ প্রার্থী আজিজুর রহমান। ২০০৮ সালে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ মহসিন আলী নির্বাচিত হন। নিকটতম ছিলেন বিএনপি প্রার্থী এম সাইফুর রহমান। অপর দিকে ১৯৯৬ সালের ৬ষ্ঠ সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী নির্বাচিত হন। ২০১৪ সালে ১০ম সংসদে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হন। অন্যদিকে উপ-নির্বাচনেও দুই দলের প্রার্থী একবার করে নির্বাচিত হয়েছেন। ২০০১ সালে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেড়ে দেয়া আসনে উপ-নির্বাচনে বিজয়ী হন এম সাইফুর রহমান পুত্র এম নাসের রহমান। অপরদিকে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুর পর উপ-নির্বাচনে সৈয়দ মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। এই বিশ্লেষণ থেকে দেখা যায় আওয়ামী লীগ ও বিএনপি এই আসনে সমান সংখ্যকবার নির্বাচিত হয়েছেন। ভোটারদের সাথে আলাপ করে দেখা যায় এবার ভিন্ন এক পরিবেশে নির্বাচন হচ্ছে। বিএনপি বা ঐক্যফ্রন্টের ভাষায় প্রতিকূল পরিবেশে নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে একটানা ১০ বছর ক্ষমতায় থেকে নির্বাচনে অংশ নিচ্ছে মহাজোট বা আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট। তাই ভোটারের মধ্যে যেমন নির্বাচন নিয়ে আছে প্রচণ্ড আগ্রহ আবার আশঙ্কাও আছে। তবে বিএনপি বা ঐক্যফ্রন্টের সমর্থকদের ধারণা নির্বাচন সুষ্ঠু হলে এই আসনে তারা বিজয়ী হবেন। তাদের যুক্তি ২০১৪ সালে নির্বাচনে অংশ না নিলেও স্থানীয় নির্বাচনে তাদের ভোটের হিসাব। উপজেলা নির্বাচনে বিএনপি বা ২০ দলীয় জোটের একাধিক প্রার্থী থাকলেও সদর উপজেলায় ভালো ভোটের ব্যবধানে বিজয়ী হন বিএনপির প্রার্থী মিজানুর রহমান। আবার রাজনগর উপজেলায় আওয়ামী লীগের দুই প্রার্থী নির্বাচন করলেও বিজয়ী হন আওয়ামী লীগের আছকির খান। ভোট হিসাব করলে ২০ দলীয় জোটের দুই প্রার্থী মোট ভোট এবং আওয়ামী লীগের দুই প্রার্থীর মোট ভোট প্রায় সমান। তাই বলা যায়, এই আসনে প্রবল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে। এই আসনের নির্বাচনে বরাবর আলোচনায় থাকে রাজনগরের চা-বাগানের ভোট। এই আসনে ৫ প্রার্থীর সবার বাড়ি মৌলভীবাজার সদরে। বরাবরের ন্যায় এবারও রাজনগরের ভোটই ব্যবধান গড়ে দেবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status