খেলা

ওয়েলিংটনে ব্যাটিং প্রদর্শনী কিউইদের

স্পোর্টস ডেস্ক

১৭ ডিসেম্বর ২০১৮, সোমবার, ৯:০৩ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডের মাটিতে শ্রীলঙ্কার টেস্ট জয়ের নজির মাত্রই দুটি। এর সর্বশেষ ঘটনাটি ২০০৬-এ বেসিন রিজার্ভ ভেন্যুতে। তবে এবারের চিত্র ভিন্ন। ওয়েলিংটনে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২৮২ রানের জবাবে ব্যাটিং প্রদর্শনী দেখালো স্বাগতিক কিউইরা। ওয়েলিংটনে গতকাল ৩১১/২ সংগ্রহ নিয়ে ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড। আট উইকেট অক্ষত রেখে প্রথম ইনিংসে ততক্ষণে স্বাগতিকরা এগিয়ে যায় ২৯ রানে। হার না মানা দারুণ সেঞ্চুরি হাঁকিয়ে দিনের খেলা শেষ করেন কিউই ওপেনার টম ল্যাথাম। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন কেন উইলিয়ামসন। গতকাল ওয়ানডাউন ব্যাটসম্যান কেন উইলিয়ামসন করেন ৯১ রান। টেস্টে নিউজিল্যান্ডের ব্যাট হাতে সর্বাধিক ১৯ সেঞ্চুরির রেকর্ড উইলিয়ামসনেরই। সমান ১৭টি সেঞ্চুরি রয়েছে রস টেইলর ও সাবেক অধিনায়ক মার্টিন ক্রোর।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভ স্টেডিয়ামে আগের দিনের ২৭৫/৯ সংগ্রহ নিয়ে গতকাল স্কোর বোর্ডে মাত্র ৭ রান যোগ করে শেষ উইকেট হারায় শ্রীলঙ্কা। সফরকারী দলের শেষ উইকেটটিও নেন টিম সাউদি। এতে ইনিংসে  ২৭ ওভারের স্পেলে কিউই পেসারের ফিগার দাঁড়ায় ৬/৬৮-তে। টেস্টে সাউদির এটি অষ্টম পাঁচ উইকেট শিকার আর বেসিন রিজার্ভে প্রথম। জবাবে ব্যাট হাতে প্রথম উইকেটে ৫৯ রানের জুটি গড়ে নিউজিল্যান্ড। ব্যক্তিগত ৪৩ রানে লঙ্কান পেসার লাহিরু কুমারার বলে উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলার গ্লাভসে ক্যাচ দেন কিউই ওপেনার জিত রাভাল। পরে দীর্ঘ সময় ঘাম ঝরে লঙ্কান বোলার-ফিল্ডারদের। দ্বিতীয় উইকেটে ১৬২ রানের জুটি গড়েন ল্যাথাম ও উইলিয়ামসন। দলীয় ২২১ রানে উইলিয়ামসনকে সাজঘরে ফেরান ধনাঞ্জয়া ডি সিলভা। লঙ্কান অফস্পিনারের ডেলিভারিতে সুইপ করে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে কাসুন রাজিথার হাতে ক্যাচ দেন উইলিয়ামসন। তবে দিনের বাকিটা নির্বিঘ্নেই কাটিয়ে দেন ল্যাথাম ও রস টেইলর। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে তারা স্কোর বোর্ডে যোগ করেন ৯০ রান।
নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে লঙ্কানরা প্রথমবার জয়ের দেখা পায় ১৯৯৫ সালে। সেবার নেপিয়ারে ২৪১ রানে জয় দেখে সফরকারী শ্রীলঙ্কা। আর নিউজিল্যান্ড সফরে সর্বশেষ ২০০৬-এ ওয়েলিংটনে জয়ের স্বাদ পায় লঙ্কানরা। পেসার চামিন্ডা ভাস, লাসিথ মালিঙ্গা ও অফস্পিনার মুত্তিয়া মুরালিধরনের নৈপুণ্যে বেসিন রিজার্ভে শ্রীলঙ্কা ২১৭ রানে জয় দেখেছিল। টেস্ট ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি পূর্ণ হলো টম ল্যাথামের। ২২ ইনিংসে এটি তার প্রথম সেঞ্চুরি। এমন সর্বশেষ ঘটনায় ২০১৭’র জানুয়ারিতে ওয়েলিংটনে সফরকারী বাংলাদেশের বিপক্ষে ১৭৭ রানের ইনিংস খেলেছিলেন এ কিউই ওপেনার। গতকাল দিন শেষে ৫০ রানে অপরাজিত থাকেন রস টেইলর। এতে গর্বের এক তালিকায় ব্রেন্ডন ম্যাককালামকে ছাড়িয়ে যান তিনি। টেস্টে নিউজিল্যান্ডের ব্যাট হাতে দ্বিতীয় সর্বাধিক ৬৪৫৬ রানের মালিক রস টেইলর। ৭১৭২ রান নিয়ে টেইলরের আগে রয়েছেন কেবল সাবেক কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিং।

টেস্টে কিউই ব্যাটসম্যানের সর্বাধিক রান
খেলোয়াড়     ম্যাচ     রান     সর্বোচ্চ     গড়
স্টিফেন ফ্লেমিং     ১১১     ৭১৭২     ২৭৪*     ৪০.০৬
রস টেইলর     ৮৯*     ৬৪৫৬     ২৯০     ৪৬.৪৪
ব্রেন্ডন ম্যাককালাম     ১০১     ৬৪৫৩     ৩০২     ৩৮.৬৪
কেন উইলিয়ামসন     ৬৯*     ৫৮১৫     ২৪২*     ৫১.৯১
মার্টিন ক্রো     ৭৭     ৫৪৪৪     ২৯৯     ৪৫.৩৬
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status