বাংলারজমিন

সিলেটে ৪টি রাবার বাগানে আমরণ অনশনের হুমকি শ্রমিক-কর্মচারীদের

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

১৬ ডিসেম্বর ২০১৮, রবিবার, ৮:৩৪ পূর্বাহ্ন

সরকার ঘোষিত ২০১৫ সালের মজুরি স্কেল অবিলম্বে বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশনের অধীনস্থ সিলেট জোনের চারটি রাবার বাগানে আমরণ অনশন ও গণছুটির মতো কর্মসূচির ডাক দিয়েছে বশিউক, রাবার বিভাগ সিলেট জোন শ্রমিক কর্মচারী ফেডারেশন। একই সঙ্গে ২০শে ডিসেম্বরের মধ্যে এ দাবি বাস্তবায়ন না করা হলে এ জোনের সকল রাবার বাগানে এক যোগে ধর্মঘটের ডাক দেয়ার হুমকি দেয়া হয়। বশিউক, রাবার বিভাগ সিলেট জোন শ্রমিক কর্মচারী ফেডারেশনের (রেজি:নং চট্ট-২১) এর ডাকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বশিউক সাতগাঁও, কুলাউড়ার ভাটেরা, হবিগঞ্জের বাহুবলের রুপাইছড়া এবং মাধপুরের শাহজীবাজার রাবার বাগানে আগামী ১৭ই সোমবার ডিসেম্বর স্ব স্ব বাগানের ব্যবস্থাপকের কার্যালয় প্রাঙ্গণে বেলা দুটার পর  থেকে একযোগে আমরণ অনশন কর্মসূচি পালিত হবে। এরপর ১৮-১৯ ডিসেম্বর রাবার বাগানের উৎপাদন কাজ বন্ধ রেখে সর্বস্তরের শ্রমিক কর্মচারীগণ আবেদনের মাধ্যমে গণছুটি ভোগ করার মতো কর্মসূচির ডাক দিয়েছে।  শনিবার বিকেলে বশিউক, রাবার বিভাগ সিলেট জোন শ্রমিক কর্মচারি ফেডারেশনের সভাপতি মো.আব্দুল মোমিন তালুকদার ও সাধারণ সম্পাদক হারুন উর রশীদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানতে চাইলে শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. আব্দুল মোমিন তালুকদার জানান, ‘২০১৫  সালের পহেলা জুলাই থেকে সরকার ঘোষিত মজুরি স্কেল বাস্তবায়ন না করায় আমাদের এই আন্দোলন। ইতিমধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় সরকারি এই মজুরি স্কেল  বাস্তবায়ন করলেও বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এখনো বাস্তবায়ন করেননি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status