বাংলারজমিন

হামলার পরও এলাকায় মেজর হাফিজ, গণসংযোগে জনতার ঢল

বাংলারজমিন ডেস্ক

১৬ ডিসেম্বর ২০১৮, রবিবার, ৮:৩৩ পূর্বাহ্ন

দফায় দফায় হামলার পরও এলাকায় ফিরেছেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের বিএনপি প্রার্থী ও সাবেকমন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। তাকে বরণ করতে কয়েক হাজার নেতাকর্মী লঞ্চঘাটে জড়ো হন। নেতাকর্মী বেষ্টিত হয়ে মেজর হাফিজ বাসায় পৌঁছলেও তার কর্মী-সমর্থকরা বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছে। লালমোহন বাজারসহ বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এ সময় দুটি মোটরসাইকেল ও লাইভের সময় সাংবাদিকদের লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুর  করা হয়েছে। হামলায় প্রায় ৫০ জন নেতাকর্মী আহত হন। মেজর হাফিজকে লঞ্চঘাট থেকে বহনকারী গাড়ি ভাঙচুর হওয়ায় প্রায় ১০ কিলোমিটার পথ কর্মী-সমর্থকদের নিয়ে হেঁটে পৌর শহরের বাসভবনে পৌঁছেন তিনি। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে  মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এই নির্বাচনে সরকারি দলের পরিকল্পনা হলো কোনো মানুষকে ভোটকেন্দ্রে যেতে দেবে না। তারা কারচুপি করতে চাইবে। প্রার্থীকে মারপিট করবে, প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেবে। কিন্তু অন্তত ২৯০টি আসনে সঠিক নির্বাচন হবে। এবং এই ২৯০টি আসনের মধ্যে কমচে কম আড়াইশ আসনে বিএনপি ইনশাআল্লাহ জয় লাভ করবে। তবে যত সন্ত্রাস আছে বরিশাল বিভাগের ভোলা এবং বরিশালে। এখানকার ১০টি আসনে তারা গোলমাল করবে বলে মন্তব্য করেন তিনি।  নেতাকর্মীদের আশ্বস্ত করে বিএনপি প্রার্থী বলেন, লালমোহন এবং তজুমদ্দিনের জনতা এই ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করবে। মেজর হাফিজ আরও বলেন, লালমোহন ও তজুমদ্দিনের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মারধর করা হয়েছে। আমি এলাকায় আসায় বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার  নেতাকর্মী ঘর থেকে বেরিয়ে আসে। এদের ফেরার পথে পথে মারপিট করা হয়েছে। আমি ঢাকা থেকে গত পরশু আসার সময় ঢাকার নৌ-টার্মিনালে হামলা করে লঞ্চ ভাঙচুর করে আওয়ামী লীগের বাহিনী। যার কারণে ওই দিন আমি আসতে পারিনি। আজ এলাকায় ফিরলেও আমার গাড়ি ভেঙে দিয়েছে, আমাকে হেঁটেই লালমোহন যেতে হয়েছে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে মেজর হাফিজ বলেন, আপনারা মনে বল রাখবেন, আপনারা কোনো লোকের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আওয়ামী লীগের মিছিল যদি পাশে দিয়ে যায় আপনারা যেতে  দেবেন। বিএনপি সন্ত্রাসী দল নয়। পুলিশ বাহিনীর সঙ্গেও খারাপ ব্যবহার করবেন না। আপনারা ধৈর্য ধরুন, বিজয় আমাদের সুনিশ্চিত হবে। তিনি বলেন, আমি কৃতজ্ঞ। পরপর ৬ বার আপনারা আমাকে নির্বাচিত করেছেন। গত কয়েক দিন আমি ৪০০ নেতাকর্মীকে হাইকোর্ট থেকে জামিন করিয়েছি, যার কারণে আমার আসতে দেরি হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status