এক্সক্লুসিভ

সিলেট-১

গণজোয়ার দেখে ক্ষমতাসীনরা বেসামাল হয়ে পড়েছে

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৬ ডিসেম্বর ২০১৮, রবিবার, ৮:২৭ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সিটি করপোরেশন-সদর উপজেলা) আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যেও ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে ক্ষমতাসীনরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। তারা নানা ফন্দি-ফিকির করে জনরায় ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র করছে। কিন্তু কোনো কিছুতেই কাজ হবে না, জনতার জোয়ারে সকল ষড়যন্ত্র ভেস্তে যাবে।

তিনি গতকাল সকাল সাড়ে ১১টায় নগরীর মদীনা মার্কেট-পাঠানটুলা এলাকায় গণসংযোগ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। পথসভা শেষে পাঠানটুলা থেকে আম্বরখানা পর্যন্ত গণসংযোগ করা হয়। পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল কাইয়ুম জালালী পংকী, পেশাজীবী নেতা বদরুদ্দোজা বদর, মহানগর সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, আমির হোসেন, বাবু নিহার রঞ্জন দে, উপদেষ্টা আবদুস সালাম বাচ্চু, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, স্বাস্থ্য সম্পাদক ডা. আশরাফ আলী, মহানগর বিএনপি নেতা লল্লিক আহমদ চৌধুরী, মখলিছ খান, সিরাজ খান, সোহেল বাসিত, স্থানীয় বিএনপি নেতা আবু হেনা, সানাউল হক, আবুল হোসেন, মঈনুল হক চৌধুরী, দুদু মিয়া, আবদুল জব্বার তুতু, আবদুল লতিফ, আবু সুফিয়ান, মঈনুল ইসলাম ও আলী হোসেন প্রমুখ। শুক্রবার রাতে সিলেট নগরীর আম্বরখানায় বিএনপি প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের সমর্থনে আয়োজিত পেশাজীবীদের এক মতবিনিময় সভা থেকে এ আহ্বান জানানো হয়। সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেট-এর সভাপতি, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শামীমুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ডা. শাহনওয়াজ চৌধুরী এবং বিশিষ্ট সাংবাদিক বদরুদ্দোজা বদরের যৌথ সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, ২০১৪ সালে আওয়ামী লীগ বিনা ভোটে ক্ষমতা দখল করে দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। আজ গণতন্ত্র পুনরুদ্ধারের সময় এসেছে। আর তাই এ মুহূর্তে ধানের শীষের প্রতীককে বিজয়ী করাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক প্রধান প্রফেসর ড. সাজেদুল করিম, অধ্যাপক ড. আবু ইউসুফ, বিএমএ, সিলেট-এর সাবেক সাধারণ সম্পাদক ডা. মাসুকুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সিকৃবি সাদা দলের সাবেক সভাপতি প্রফেসর ডা. ছিদ্দিকুল ইসলাম প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status