বাংলারজমিন

আড়াইহাজারে বিএনপির প্রার্থী আজাদের শোডাউন

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

১৬ ডিসেম্বর ২০১৮, রবিবার, ৮:২৬ পূর্বাহ্ন

আড়াইহাজারে শনিবার বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে শোডাউন দিয়েছেন নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের দেয়া বিভিন্ন স্থানে বাধা অপেক্ষা করে জনতার ঢল নামে। উপজেলার পাঁচরুখী থেকে সকাল ৮টায় শোডাউনটি শুরু হয়ে রাত পর্যন্ত প্রচারণা চলে। এসময় তার গাড়ি বহরে প্রায় তিন শতাধিক মোটরসাইকেল ও দুই শতাধিক প্রাইভেটকারে করে স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন বলে জানা গেছে। তারা স্থানীয় মোল্লারচর, গোপালদী, রামচন্দ্রী, মাহমুদপুর, উচিৎপুরা, জাঙ্গালিয়াসহ বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করেন। এসময় ভোটার ও সমর্থকরা আজাদকে হাত নেড়ে সমর্থন জানান এবং উল্লাস প্রকাশ করেন। এসময় স্থানীয় মোল্লাচর এলাকার এক পথসভায় আজাদ বলেন, আমাদের প্রচারণায় পথে পথে বাঁধা দেয়া হচ্ছে। নেতাকর্মীদের বাড়ি থেকে ধরে নিয়ে মারধর করা হচ্ছে। কর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। তার পরও আমাদের প্রচারণা থেমে নেই। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী মাঠে নামলে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়ে যাবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বেগম খালেদা জিয়াকে সাজানো মামলায় কারাবন্দি করে রাখা হয়েছে। এতে মানুষের মধ্যে একটি চাপা ক্ষোভ বিরাজ করছে। তাদের দুশাসনের থেকে মানুষ মুক্তি চায়। ধানের শীষকে ঘিরে মানুষের যে স্বতঃস্ফূর্ত হয়ে উঠেছেন। ধানের শীষে ভোট দেওয়ার জন্য মানুষ ব্যাকুল হয়ে গেছেন। ৩০শে ডিসেম্বর ভোট বিল্পব হবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান আব্দু, থানা বিএনপির সহ-সভাপতি শহীদ উল্যাহ, সাবেক বিআরডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু, থানা যুবদলের আহবায়ক জুয়েল আহম্মেদ, থানা মহিলা দলের সভানেত্রী পারভীন আক্তার, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছালাউদ্দিন মোল্লা, সফুরউদ্দিন সফু, থানা বিএনপির ক্রীড়া সম্পাদক আবু কালাম ভূঁইয়া, বিএনপির নেতা আবদুল মতিন, আজাহারুল ইসলাম লাভলু, খাজা মাইনউদ্দিন, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মঞ্জুর হোসেন, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের সাবেক জিএস ছালাউদ্দিন ডালিম, রাজিব, ছাত্রদল নেতা আসাদুজ্জামান, আড়াইহাজার ছাত্রদল নেতা আলমগীর, আরিফুল ইসলাম ও মনির প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status