খেলা

সেই লেভান্তের বিপক্ষে মেসির হাতছানি

স্পোর্টস ডেস্ক

১৬ ডিসেম্বর ২০১৮, রবিবার, ৮:০৫ পূর্বাহ্ন

লেভান্তের মাঠে বার্সেলোনা দল যখন নামবে, গত মৌসুমের দুঃস্মৃতি হয়তো চোখে ভেসে উঠবে কাতালানদের! লা লিগায় গতবার বার্সার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে দেয় ভ্যালেন্সিয়া শহরের ক্লাবটি। আসরে নিজেদের ৩৭তম ম্যাচে ৫-৪ গোলে হারের তিক্ত অভিজ্ঞতা নেয় বার্সা। আজ সেই লেভান্তের মুখোমুখি হচ্ছে কাতালানরা। আর লিওনেল মেসির সামনে বার্সার জার্সিতে লা লিগায় সবচেয়ে বেশি জয়ের রেকর্ড গড়ার হাতছানি। এস্তাদি সিউতাত ডি ভ্যালেন্সিয়া স্টেডিয়ামে রাত পৌনে ২টায় খেলা শুরু হবে। আগামী মাসে কোপা দেল রে’র শেষ ষোলো রাউন্ডের ড্র’তেও লেভান্তেকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে টানা চারবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। আজ গোল উৎসবের এক ম্যাচ উপভোগ করতে পারেন ফুটবলপ্রেমীরা। লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচে কাতালুনিয়া ডার্বিতে এসপানিওলকে তাদের মাঠেই ৪-০ গোলে বিধ্বস্ত করে বার্সা। আর এইবারের মাঠে ৪-৪ গোলের রোমাঞ্চকর ড্র করে দারুণ ফর্মে থাকা লেভান্তে। এই মৌসুমে ১৫ ম্যাচে প্রতিপক্ষের জালে তৃতীয় সর্বোচ্চ ২৭ গোল দেয় লেভান্তে। তবে সর্বোচ্চ ৪১ গোল করা বার্সার মাত্র চারটি ক্লিনশিট (ম্যাচে গোল হজম না করা)। এসপানিওলের বিপক্ষে ফ্রি-কিক থেকে জোড়া গোল করেন মেসি। ওই ম্যাচ দিয়ে সাবেক ক্লাব সতীর্থ জাভি হার্নান্দেজের পাশে বসেন আর্জেন্টাইন সুপারস্টার। এটি ছিল বার্সার হয়ে লা লিগায় মেসির ৩২২তম জয় (৪৩১ ম্যাচে)। লেভান্তের মাঠে জয় পেলে জাভিকে (৫০৫ ম্যাচে ৩২২ জয়) ছাড়িয়ে যাবেন লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৩৯৪) মেসি। প্রতিযোগিতায় ম্যাচ জয়ের সংখ্যায় মেসির ওপরে রয়েছেন তিনজন। এরা হলেন রাউল গঞ্জালেস (৩২৭), আন্দোনি জুবিজারেতা (৩৩৩) ও ইকার ক্যাসিয়াস (৩৩৪)। বার্সাকে নিয়ে লেভান্তে ভীত নয় বলে দৃঢ়তা প্রকাশ করেন লেভান্তের স্প্যানিয়ার্ড কোচ পাকো লোপেজ। তিনি বলেন, ‘বার্সাকে বিস্ময় উপহার দেয়া এমন কিছু যা প্রতি বছর গুটিকয়েক দল করতে পারে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে পারফরম্যান্স থেকে আমাদের দলের সর্বোচ্চ সম্ভাবনা দেখা যাবে। যদি আমরা নিজেদের খেলা ও পরিকল্পনা প্রয়োগ করতে পারি  তাহলে জয়ের ভালো সুযোগ থাকবে। আমরা বার্সার বিপক্ষে খেলা নিয়ে ভীত নই।’ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন বার্সার সামনে শীর্ষস্থান আরো সুসংহত করার চ্যালেঞ্জ। দুই ম্যাচ আগে সেভিয়ার কাছে শীর্ষস্থান হারাতে হয়েছিল। চলতি মৌসুমে লেভান্তেও রয়েছে দারুণ ছন্দে। রিয়াল মাদ্রিদকে তাদের মাঠেই ২-১ গোলে হারের লজ্জা দেয় লেভান্তে। ১৫ ম্যাচ শেষে ৬ জয় ৪ ড্র ও ৫ হারে ২২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ষষ্ঠ। বার্সার চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে লেভান্তে। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা সেভিয়া ও অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ সমান ২৮ পয়েন্ট। শীর্ষ চারে ফেরা রিয়ালের পুঁজি ২৬ পয়েন্ট। পঞ্চম স্থানে দেপোর্তিভো আলাভেস (২৪)। গত মৌসুমে লেভান্তের মাঠে গোল উৎসবের ম্যাচে মেসিকে বিশ্রামে রাখার খেসারত দেন কোচ আরনেস্তো ভালভার্দে। সে ম্যাচে হ্যাটট্রিক করেন লেভান্তের ঘানাইয়ান স্ট্রাইকার ইমানুয়েল বোয়াটেং ও বার্সার ব্রাজিলিয়ান তারকা ফিলিপ্পে কুটিনহো। লা লিগায় লেভান্তের বিপক্ষে সবশেষ ছয়বারের সাক্ষাতে পাঁচ ম্যাচেই জয় কুড়ায় বার্সা। চলতি মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়ে লেভান্তের মাঠে নামছেন মেসি। বার্সা অধিনায়কের সমান ১১ গোল করেন জিরোনার উরুগুইয়ান স্ট্রাইকার ক্রিস্টিয়ান স্টুয়ানি। নিজেদের সবশেষ ম্যাচে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে টটেনহ্যামের বিপক্ষে (১-১) লিওনেল মেসি, সার্জিও বুসকেটস, মার্ক আন্দ্রে টার স্টেগেন, জেরার্ড পিকে ও জর্ডি আলবাকে বেঞ্চে রাখেন ভালভার্দে। চোটের কারণে ছিলেন না লুইস সুয়ারেজ। লেভান্তের বিপক্ষে ছয়জনই একাদশে ফিরতে পারেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status