অনলাইন

ড. কামালের বিরুদ্ধে সাধারণ ডায়েরি

ইবি প্রতিনিধি

১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার, ১১:৫৩ পূর্বাহ্ন

ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল জামায়াত ইস্যুতে এক প্রশ্নের পর ড. কামালের ক্ষোভ প্রকাশকে হুমকি উল্লেখ করে এ জিডি করা হয়। তবে ঘটনাস্থল ঢাকায় হওয়ায় জিডি কপি দারুসসালাম থানায় পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানিছেন ইবি থানার ওসি রতন শেখ।

সূত্র মতে, শুক্রবার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধানিবেদন শেষে সাংবাদিকরা ড. কামালকে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। এসময় যমুনা টিভির রিপোর্টার ভাস্কর ভাদুরি জামায়াতের সম্পর্কে নিয়ে প্রশ্ন করেন। এ প্রশ্নে চটে যান ড. কামাল। বারবার একই প্রশ্ন করতে থাকলে তিনি ওই সাংবাদিককে খামোশ বলে থামাতে চেষ্টা করেন। তার পরিচয় জেনে রাখবেন বলে হুশিয়ারি দেন। এঘটনায় শুক্রবার সন্ধ্যায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় (ইবি থানা) একটি অভিযোগ দায়ের করেছেন ড. মোস্তাফিজুর রহমান নামে এক শিক্ষক। তিনি ইবির ফোকলোর বিভাগের সদ্য নিয়োগ প্রাপ্ত শিক্ষক। বিভিন্ন মহলের অভিযোগ, নিজেকে জাহির করতে তিনি এ অভিযোগ করেছেন। এর আগেও তিনি সিরাজগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করে আলোচনায় আসতে চেয়েছিলেন। এদিকে তার অভিযোগকে মামলা হিসেবে আমলে নেয়নি ইবি থানা। তারা ঘটনাস্থল ঢাকার দারুসসালাম থানাধীন হওয়ায় জিডি আকারে ওই অভিযোগকে সেখানে পাঠিয়ে দেন। অভিযোগ নামায় তিনি লিখেন, ড. কামাল হোসেনের এধরণের হুমকি ও ভয়-ভীতি প্রদর্শনমূলক বক্তব্য বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশে সাংবিধানিক অধিকারের পরিপন্থি ও হুমকিও বটে। এঘটনার বিচার চেয়ে শুক্রবার ইবি থানায় অভিযোগ দায়ের করেন ড. মোস্তাফিজ নামে ওই শিক্ষক।

এব্যাপারে ইবি থানার ওসি রতন শেখ বলেন, একটি অভিযোগ এসেছিল। ঘটনাস্থল ঢাকায় হওয়ায় সেই থানায় জিডি আকারে অভিযোগ প্রেরণ করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status