বিনোদন

মুম্বই পুলিশের সঙ্গে বিতর্কে সোনম

বিনোদন ডেস্ক

১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার, ১১:০৭ পূর্বাহ্ন

বিতর্ক, বেফাঁস মন্তব্য, এসব যেন কিছুতেই সোনম কাপুরের পিছু ছাডছে না। ফের বিতর্কে জড়ালেন সোনম। তাও আবার মুম্বই পুলিশের সঙ্গে। একটি ভিডিও নিয়ে টুইটারে শুরু হয়েছে বচসা। ‘দ্য  জোয়া ফ্যাক্টর’ ছবিতে দক্ষিনী অভিনেতা দুলকর সালমানের সঙ্গে অভিনয় করছেন সোনম। তাকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়  সোশ্যাল মিডিয়ায়, যেখানে দুলকরকে গাড়ি চালাতে চালাতে  মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গিয়েছে। ভিডিওটি যে কেউ  দেখলে ভাববেন দুলকর এমনটাই করছেন। তবে পরে জানা যায় তিনি ড্রাইভ করছিলেন না। আসলে তাদের গাড়িটি একটি লোডেড ট্রাকের সঙ্গে কোনও কারণে আটকানো ছিল। এবং ট্রাকটি তাদের গাড়িটিকে টেনে নিয়ে যাচ্ছিল। তবে প্রথম ভিডিওটি দেখেই মুম্বই পুলিশ টুইট করে বসে, যে এইসব স্টান্ট গাড়ি চালানোর সময় করলে  বেপরোয়া প্রমাণিত হয়। এর উত্তরে সোনম টুইট করে লিখেছেন, বিষয়টা পুরো জেনে তারপর টুইট করুন। দোষ দেওয়ার আগে জেনে নিন  যে আমাদের গাড়িটি একটি ট্রাকের সঙ্গে আটকানো। সেই ট্রাকের সাহায্যেই আমাদের গাড়িটি এগোচ্ছিল। এতে থেমে থাকেননি সোনম। তিনি আরও লিখেছেন, যে মুম্বই পুলিশ যদি এই তৎপরতা সাধারণ মানুষদের জন্যও দেখায় তাহলে ভালো হয়। এতেই বাড়তে থাকে সোনম এবং মুম্বই পুলিশের তর্ক। মুম্বই পুলিশ সোনমকে বুঝিয়ে দেয়, যে তিনিও সাধারণ মানুষ, কেউ তারকা বলে বেশি প্রাধান্য পাবে না। আর তারা তাদের কাজ ঠিকমত বোঝে। সব মিলিয়ে নেটিজেনের কাছে ট্রোলড হন সোনম। তাকে সকলে বলতে থাকেন, বিতর্ক তিনিই শুরু করেছেন। তিনি যদি সাধারণ মানুষ আর তারকাদের মধ্যে তফাৎ বের করে টুইট না করতেন তাহলে এত কথা বাড়তই না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status