দেশ বিদেশ

‘বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সমর্থন চায় বিএনপি’

কূটনৈতিক রিপোর্টার

১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার, ১০:০৫ পূর্বাহ্ন

বাংলাদেশে সহিংসতামুক্ত পরিবেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে বন্ধু রাষ্ট্র ও উন্নয়ন অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের সমর্থন চায় বিএনপি। দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা হুমায়ুন কবির মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকে এমনটাই চাইছেন। ১৩ই ডিসেম্বর, ওয়াশিংটন ডেটলাইনে শিকাগোভিত্তিক বৈশ্বিক পিআর নিউজওয়ার ‘সিসেশন’ ওই বৈঠকগুলোর খবর প্রচার করেছে। তাদের রিপোর্ট মতে, মিস্টার কবির মার্কিন কংগ্রেসের গুরুত্বপূর্ণ সদস্য এবং স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। সেখানে তিনি ৩০শে ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের অবনতিশীল রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করেন। ভোটের আর বাকি তিন সপ্তাহের কম সময়। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকরি হস্তক্ষেপ ছাড়া অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ উল্লেখ করে বিএনপির ওই নেতাকে উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়, নির্বাচনী প্রচারণায় বিরোধী নেতাকর্মীদের অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করতে ও একটি তুলনামূলক ভালো নির্বাচনের জন্য বিএনপি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইনপ্রণেতাদের সঙ্গে আলোচনাকে গুরুত্ব দিচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status