এক্সক্লুসিভ

নিরাপত্তা চেয়ে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপনের জিডি

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে

১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৯:৫৯ পূর্বাহ্ন

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি’র প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, সাবেক এমপি এম. জহির উদ্দিন স্বপন নিজের প্রাণনাশের আশঙ্কা করছেন। এ অবস্থায় নিরাপত্তা চেয়ে শুক্রবার সন্ধ্যায় গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ওসি গোলাম ছরোয়ার এর সত্যতা স্বীকার করে জানান, তিনি (প্রার্থী স্বপন) চলাফেরায় ভয় পাচ্ছেন। হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন। জীবনের নিরাপত্তা চেয়ে জহির উদ্দিন স্বপন জিডি’র জন্য লিখিত অভিযোগ করছেন। প্রসঙ্গত বরিশাল-১ আসনের আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি।
এ ব্যাপারে জহির উদ্দিন স্বপন বলেন, আমি গত ১২ই ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণায় বাড়িতে আসার পর থেকেই আসা যাওয়ার পথে বিএনপি ও সহযোগী সংগঠনের ৪০ নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়েছে। এছাড়া নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেয়ার কারণে আমার অনুসারীদের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে। শুক্রবারও থানায় জিডি নিয়ে যাওয়ার পথে তার আইনজীবী এডভোকেট আবদুর রহমান চোকদারের ওপর হামলা চালানো হয়। বিএনপি প্রার্থী স্বপন বলেন, এসব ঘটনায় আমি হামলার শিকার হওয়াদের তালিকা দিয়ে গৌরনদী থানায় শুক্রবার সন্ধ্যায় জিডি করেছি। এর আগেও আমি প্রাণনাশের আশঙ্কায় ইসিতে লিখিত অভিযোগ দিয়েছি। দায়েরকৃত জিডিতে তিনি নিজের নিরাপত্তা দাবি করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status