অনলাইন

আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে মসনদে থাকার পাঁয়তারা করছে সরকার: রিজভী

স্টাফ রিপোর্টার

১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ৯:৫১ পূর্বাহ্ন

আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে মসনদে থাকার পাঁয়তারা করছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় ফরমায়েসী রায়ের  মাধ্যমে সাজা দিয়ে এবং জাতীয় ঐক্যফ্রন্টের কোন দাবি না মেনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আরেকবার ২০১৪ সালের মতো জাতির সঙ্গে প্রতারণাপূর্ণ একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতার মসনদে থেকে যাবার পাঁয়তারা করছে। রিজভী বলেন, সরকারের এই কু-কৌশল বিএনপিসহ ২০ দল এবং ঐক্যফ্রন্টের অন্যান্য সহযোগী দলগুলো উপলব্ধি করতে পেরে ন্যায় ও গণতন্ত্র পূণঃপ্রতিষ্ঠায় আন্দোলনের অংশ হিসেবেই আমরা নির্বাচনে যাওয়ার ঘোষনা দেই। এতেই মাথা খারাপের মতো আচরণ করতে শুরু করে সরকারি দল এবং তাদের সহযোগী সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় গত প্রায় দশ বছর ধরে চলে আসা খুন-গুম ও মিথ্যা-গায়েবী মামলা দায়েরের মতো অপরাধজনক কর্মকান্ডগুলোর মাত্রা গত সেপ্টেম্বরের পর থেকে আশঙ্কাজনক হারে তারা বৃদ্ধি করে।

আমরা ২০০৯ সাল থেকে এ বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের খুন-গুম, হতাহত এবং মিথ্যা মামলা সংক্রান্ত একটি পরিসংখ্যান দিয়েছিলাম। প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের পর দুই দফায় সুনিদিষ্টভাবে সর্বমোট ২,০৪৮ মামলার তালিকা তাঁর কার্যালয়ে জমা দেয়া হয়। সেই মামলাগুলোতে মোট এজাহার নামীয় আসামীর সংখ্যা ছিল ৪৮৭ জন, অজ্ঞাত কয়েক লাখ। যার মধ্যে ততদিনে গ্রেপ্তার করা হয়েছিল ৭৭৩ জনকে। নির্বাচন কমিশনের কাছেও আনুষ্ঠানিকভাবে এ তালিকা জমা দেয়া হয়। কিন্তু প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন এখনো কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

এসময় তিনি বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারের তথ্য তুলে ধরে বলেন, নির্বাচনী প্রচারণায় ধানের শীষের প্রার্থী, বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে বিএনপি ও অঙ্গ/সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি। পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status