বাংলারজমিন

নির্বাচন করতে নেমেছি মারামারি নয়

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৯:২৪ পূর্বাহ্ন

 নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও আওয়ামী লীগের সাবেক এমপি এসএম আকরাম বলেছেন, আমরা নীতিগতভাবে বিএনপিসহ পুরো ঐক্যফ্রন্ট নির্বাচনটাকে আন্দোলন হিসেবে নিয়েছি। আমরা নির্বাচন করতে নেমেছি, রাস্তাঘাটে মারামারি করতে নামিনি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবো। ইন্‌শাআল্লাহ।
শুক্রবার বাদ জুমা শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে বন্দরের কদমরসুল দরগা জিয়ারত শেষে নির্বাচনী প্রচারণার সময় তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, গণফোরাম নারায়ণগঞ্জ জেলা সভাপতি দেলোয়ার হোসেন চুন্নু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সবুর খান সেন্টু, আবু আল ইউসুফ খান টিপু, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ ঐক্যফ্রন্টের নেতাকর্মীবৃন্দ।
তিনি বলেন, এতোদিন বিচ্ছিন্নভাবে প্রচার-প্রচারণা করলেও আজ থেকেই মূলত মূল প্রচারণা আনুষ্ঠানিকভাবে আবুল কালাম সাহেবের হাত ধরে শুরু হলো।
এসএম আকরাম আরো বলেন, নীতিগত কারণে ২০১৪ সালের ২৬শে জুন এই আসনে উপ-নির্বাচনে বিএনপি আসেনি। কিন্তু আমি একা প্রতিবাদ হিসেবে উপ-নির্বাচন করেছিলাম। সবাই জানে সে নির্বাচনে আমি জিতেছিলাম। ভোট ডাকাতির মাধ্যমে আমাকে হারিয়ে দিয়েছে। এখন আমার হাত শক্তিশালী। কালাম সাহেব, তৈমূর আলম সাহেব, এটিএম কামাল সাহেবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সব নেতাকর্মী আমার সঙ্গে আছে। আমি নিজেকে অনেক শক্তিশালী ও নির্ভয় মনে করছি। আমরা ইন্‌শাআল্লাহ ৩০ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনবো।’
তিনি বলেন, এর আগেও আমার প্রচার-প্রচারণায় নানা বাধা দেয়া হয়েছে। মাইক কেড়ে নিয়েছে। এখন আবার নেতাকর্মীদের ধরপাকড়ের হিড়িক পড়েছে। এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এভাবে চললে সুষ্ঠু নির্বাচন করার যে ইচ্ছা তা হওয়ার আর লক্ষণ থাকবে না। এ ব্যাপারে আমি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status