ইলেকশন কর্নার

শরীফুল আলমের বাড়িতেই ছুটে যাচ্ছেন মানুষ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৯:২২ পূর্বাহ্ন

 কুলিয়ারচরে নির্বাচনী পথসভায় বুধবার সন্ধ্যায় পুলিশি হামলায় পায়ে গুরুতর আঘাত পান কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের বিএনপি প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি মো. শরীফুল আলম। পায়ে আঘাতের কারণে গত দু’দিন ধরে নির্বাচনী প্রচারণায় বের হতে পারছেন না তিনি। এ রকম পরিস্থিতিতে শরীফুল আলমের বাড়িতেই ছুটে যাচ্ছেন এলাকার নারী-পুরুষ। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত আবাল-বৃদ্ধ-বনিতার ভিড় লেগেই রয়েছে কুলিয়ারচর উপজেলার বেতিয়ারকান্দি গ্রামে শরীফুল আলমের বাড়িতে। শুক্রবার শরীফুল আলমের বেতিয়ারকান্দি গ্রামের বাড়িতে গিয়ে এমন চিত্রই দেখা যায়। দলীয় নেতাকর্মী আর সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ততায় অভিভূত শরীফুল আলম নিজেও।
দলীয় নেতাকর্মীরা জানান, কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের চৌমুড়ী বাজারে বুধবার সন্ধ্যায় নির্বাচনী পথসভায় বিএনপি প্রার্থী মো. শরীফুল আলম বক্তব্য রাখছিলেন। এ সময় পুলিশের একটি দল সভাস্থলের পিছন থেকে নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের। পুলিশের এই হামলায় বিএনপি প্রার্থী শরীফুল আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পুলিশের লাঠিপেটায় শরীফুল আলম ডান পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এ পরিস্থিতিতে গত দু’দিন ধরে নির্বাচনী প্রচারণায় বের হতে পারছেন না তিনি। তবে শরীফুল আলম নির্বাচনী প্রচারণায় বের হতে না পারলেও আহত শরীফুল আলমকে একনজর দেখতে এবং সমবেদনা জানাতে দলে দলে লোকজন ছুটে যাচ্ছেন তাঁর বাড়িতে। শরীফুল আলমের বাড়ি অভিমুখে কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলছে নেতাকর্মী ও এলাকাবাসীর এই জনস্রোত। শরীফুল আলমও বাড়িতে আসা লোকজনের সাথে কুশল বিনিময় করে সময় পার করছেন।
নির্বাচনী প্রচারণা সম্পর্কে মো. শরীফুল আলম বলেন, আমি যেন প্রচারণায় অংশ নিতে না পারি, সেজন্য পরিকল্পিতভাবে আমার উপর হামলা করা হয়ছে। যাতে আমার দলীয় নেতাকর্মীরা ভয় পেয়ে যায়। আল্লাহ ছাড়া আমাদের আর বিচার চাওয়ার জায়গা নেই। এই অবস্থায় আমি পায়ের ব্যথার কারণে গ্রামে গ্রামে পায়ে হেঁটে নির্বাচনী কাজে অংশ নিতে পারছি না। মানুষ ভালবাসার জায়গা থেকেই নিজেরাই আমার বাড়িতে ছুটে আসছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status