খেলা

পার্থের প্রথম দিন দু’দলেরই

স্পোর্টস ডেস্ক

১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৯:২১ পূর্বাহ্ন

দারুণ শুরুর পর ছন্দপতন। এরপর আবারো জুটির লড়াই। গতকাল পার্থ স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর দ্বিতীয় টেস্টের প্রথমদিন এভাবেই পার করে অস্ট্রেলিয়া। দিনটি পুরোপুরি অজিদের হতে পারতো। শেষ সেশনে সেট ব্যাটসম্যান শন মার্শ (৪৫) ও ট্রাভিস হেডের (৫৮) উইকেট স্বস্তি এনে দেয় টিম ইন্ডিয়াকে। আর প্রথমদিন শেষে স্বাগতিকদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৭৭/৬। পার্থে ২৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন অধিনায়ক টিম পেইন (১৬*) ও প্যাট কামিন্স (১১*)। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়া রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় বল হাতে আলো ছড়ান হনুমা বিহারি। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পেইন। ওপেনিং জুটিতে ১১২ রান তোলেন মার্কাস হ্যারিস ও অ্যারন ফিঞ্চ। দু’জনই অর্ধশতক পূর্ণ করেন। ৩৬তম ওভারে ফিঞ্চকে (৫০) এলবিডব্লিউ করে ব্রেকথ্রু আনেন পেসার জসপ্রিত বুমরাহ। এরপর ৩৬ রান তুলতে আরো ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় অজিরা। আগের ম্যাচে অভিষিক্ত হ্যারিস ব্যক্তিগত ৭০ রানে সাজঘরে ফেরেন। তাকে আজিঙ্কা রাহানের তালুবন্দি করেন অফস্পিনার হনুমা বিহারি। উসমান খাজা ৫ ও পিটার হ্যান্ডসকম্ব ৭ রান করে আউট হন। দলীয় ১৪৮ রানে ৪ উইকেট হারানোর পর হাল ধরেন শন মার্শ ও ট্রাভিস হেড। পঞ্চম উইকেটে ৮৪ রানের জুটি গড়েন তারা। দলীয় ২৩২ রানের মাথায় বিহারির দ্বিতীয় শিকারে পরিণত হন মার্শ। এবারও ক্যাচ নেন রাহানে। ১৯ রান যোগ হতেই আউট হন হেড। ৮৩তম ওভারে হেডকে মোহাম্মদ শামির তালুবন্দি করেন পেসার ইশান্ত শর্মা। পার্থের ফাস্ট-বাউন্সি উইকেটে একাদশে চার পেসার নিয়ে নামে ভারত। প্রথমদিনে উইকেটশূন্য থাকেন মোহাম্মদ শামি। দুইটি করে উইকেট নেন বিহারি ও ইশান্ত শর্মা। একটি করে উইকেট পান বুমরাহ ও উমেশ যাদব। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের মিশনে দারুণ শুরু পায় ভারত। অ্যাডিলেড ওভালে চার সিরিজের প্রথম টেস্টে ৩১ রানের জয় কুড়ায় বিরাট কোহলির দল। বল টেম্পারিং নিষেধাজ্ঞার কারণে অজি দলে নেই স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফটরা। আর নিজেদের ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম টেস্ট সিরিজে লিড নেয়ার কৃতিত্ব দেখায় ভারত।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন)
অস্ট্রেলিয়া-ভারত দ্বিতীয় টেস্ট
টস: অস্ট্রেলিয়া (ব্যাটিং)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৯০ ওভার; ২৭৭/৬ (হ্যারিস ৭০, ফিঞ্চ ৫০, হেড ৫৮, ইশান্ত ২/৩৫, বিহারি ২/৫৩)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status