বাংলারজমিন

আমার আসনে জঙ্গিকে মনোনয়ন দেয়া হয়েছে- শামীম ওসমান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৯:১৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘আমার আসনে একটা জঙ্গিকে মনোনয়ন দেয়া হয়েছে।’ গতকাল বন্দরের সমরক্ষেত্রে নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোটের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের এক নির্বাচনী কর্মিসভায় তিনি এসব কথা বলেন। বন্দর থানা আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মিসভার আয়োজন করা হয়।
শামীম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ও আওয়ামী লীগের সাবেক এমপি এসএম আকরামের সমালোচনা করে বলেন, বিএনপির ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে এসএম আকরামকে মনোনয়ন দিয়েছে। বিএনপির নেতারা কার পেছনে থাকবেন? যার পেছনে থাকবেন তারে তো নির্বাচনের পরদিনই আর পাইবেন না। নির্বাচনের পরদিন উনি উত্তরাতে মদ খাইতে চলে যাবেন। মওদুদির কাজ মদ খাওয়া। তাই খোঁচা দিবেন না। ভিমরুলের চাকে খোঁচা দিলে টিকতে পারবেন না। আমাদের গায়ে টোকা দিবেন না। ভিমরুল বেরিয়ে এলে আপনি টিকে থাকতে পারবেন না।
তিনি আরো বলেন, আজকে যদি কালাম সাহেব মনোনয়ন পাইতো মনে করতাম একজন রাজনৈতিক লোক মনোনয়ন পাইছে। কিন্তু আমার লজ্জা লাগে বিএনপির মতো একটা দল কালাম সাহেব, তৈমূর আলম, গিয়াসউদ্দিনকে লাত্থি মেরে ছুড়ে ফেলে দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোটের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা বেগম বাবলী, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ্‌ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের, মহানগর জাতীয় পার্টির সভাপতি মো. সানাউল্লাহ, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ, জেলা মহিলা পার্টির সভাপতি আঞ্জুমান বেগম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, যুবলীগ নেতা ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাসান নিপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক ও নাসিক ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status