খেলা

ড্র ম্যাচে দ্বিশতক হাতছাড়া মুমিনুলের

স্পোর্টস ডেস্ক

১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৯:১৭ পূর্বাহ্ন

প্রথম ইনিংসে রনি তালুকদার। দ্বিতীয় ইনিংসে মুমিনুল হক। বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে ইস্ট জোনের হয়ে দুইজনই ডবল সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়েন। গতকাল রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে নর্থ জোনের বিপক্ষে ড্র হওয়া ম্যাচে ব্যক্তিগত ১৯৪ রানে আউট হন পূর্বাঞ্চল অধিনায়ক মুমিনুল। ম্যাচ সেরার পুরস্কার জেতেন রনি। প্রথম ইনিংসে ১৮৫ রান করেন এই ডানহাতি ওপেনার। ইস্ট জোন ৩৬২/৪ সংগ্রহ নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে জয়ের জন্য উত্তরাঞ্চলের টার্গেট দাঁড়ায় ৪৫২ রান। আর ম্যাচ ড্রয়ের আগে ১৬ ওভারে ১ উইকেটে ১১৬ রান করে তারা। দলীয় ৪৪ রানে অধিনায়ক জহুরুল ইসলামের (১৫) বিদায়ে অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন জুনায়েদ সিদ্দিক (৫১*) ও ফরহাদ হোসেন (৫০*)। গতকাল দ্বিতীয় ইনিংসে ৯০/২ সংগ্রহ নিয়ে চতুর্থ দিনের ব্যাটিংয়ে নামে ইস্ট জোন। মাহমুদুল হাসানের (৮৩) সঙ্গে ২০৭ রানের জুটি গড়েন মুমিনুল। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুলকে (১৯*) নিয়ে যোগ করেন আরো ৭৪ রান। ৭৬তম ওভারে মুমিনুলকে ইবাদত হোসেনের তালুবন্দি করেন লেগস্পিনার তানভীর হায়দার। মুমিনুলের বিদায়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পূর্বাঞ্চল। ১৯০ বলে ১৯৪ রানের ইনিংসে ছিল ২৩টি চার ও ৩টি ছয়ের মার। প্রথম শ্রেণির ক্রিকেটে মুমিনুলের এটি ১৮তম সেঞ্চুরি। তার ক্যারিয়ার সেরা ইনিংস ২৫৮ রান। উত্তরাঞ্চলের হয়ে ৩ উইকেট পান প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয়া বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। প্রথম ইনিংসে রনি ও আশরাফুলের (১৩৬) ২৪৪ রানের জুটিতে ভর করে ৪৬৬ রান করে ইস্ট জোন। নাঈম ইসলামের সেঞ্চুরি ও জহুরুল-ধীমানের ফিফটিতে ৩৭৭ রানে অলআউট হয় নর্থ জোন। পেসার আবু জায়েদ রাহীর ৬ উইকেটের নৈপুণ্যে প্রথম ইনিংসে ৮৯ রানের লিড পায় ইস্ট জোন।
মধ্যাঞ্চলের বিপক্ষে দক্ষিণাঞ্চলের মধুর প্রতিশোধ
প্রথম রাউন্ডে সেন্ট্রাল জোনের কাছে ৭৭ রানের হারের মধুর প্রতিশোধ নিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাউথ জোন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনেই দক্ষিণাঞ্চলের দাপটে ব্যাকফুটে চলে যায় মধ্যাঞ্চল। গতকাল সাউথ জোনকে মাত্র ১৩৪ রানের টার্গেট দেয় সেন্ট্রাল জোন। সহজ লক্ষ্যটা ৩ উইকেট হারিয়ে টপকে যায় আবদুর রাজ্জাকের দল। দাপুটে জয়ে পয়েন্ট তালিকার তলানি থেকে দ্বিতীয় স্থানে উঠে আসে সাউথ জোন। সেন্ট্রাল জোনের শীর্ষস্থান অক্ষুণ্ন্ন থাকলেও দক্ষিণাঞ্চলের সঙ্গে তাদের ব্যবধান নিঃশ্বাস দূরত্বে। চার ম্যাচে সমান ১ জয়, ২ ড্র ও ১ হারে দুইদলের পয়েন্ট যথাক্রমে ১৭.৯৩, ১৭.৬৩। চার ম্যাচেই ড্র দেখা ইস্ট জোন ও নর্থ জোনের অবস্থানে হয়েছে রদবদল। ইস্ট জোনের (১৪.৭৭) পেছনে নেমে গেছে নর্থ জোন (১৪.১৮)। সেন্ট্রাল জোনের বিপক্ষে প্রথম ইনিংসে সাউথ জোনের ১৩৬ রানের লিড ম্যাচে ব্যবধান গড়ে দেয়। মধ্যাঞ্চলের ২৬১ রানের জবাবে ৩৯৭ রান করে দক্ষিণাঞ্চল। আর গতকাল ১৮০/৫ সংগ্রহ নিয়ে ব্যাটিংয়ে নেমে সেন্ট্রাল জোনের দ্বিতীয় ইনিংস থামে ২৬৯ রানে। সর্বোচ্চ ৭১ রান করেন অধিনায়ক শুভাগত হোম। চারটি করে উইকেট নেন অফস্পিনার মেহেদী হাসান ও পেসার কামরুল ইসলাম রাব্বি। ম্যাচ সেরা হন মেহেদী হাসান। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট ও ব্যাট হাতে প্রথম ইনিংসে ৪৬ রান করেন এই অলরাউন্ডার। রাজশাহীতে আগামী ১৭ই ডিসেম্বর পঞ্চম রাউন্ডের খেলায় নর্থ জোনের মুখোমুখি হবে সেন্ট্রাল জোন। বগুড়ায় ইস্ট জোনকে মোকাবিলা করকে সাউথ জোন।

সংক্ষিপ্ত স্কোর
ইস্ট জোন-নর্থ জোন
টস: নর্থ জোন (ফিল্ডিং)
ইস্ট জোন: ৪৬৬ ও ৩৬২/৪ ডিক্লে.
নর্থ জোন: ৩৭৭ ও ১১৬/১, ফল: ড্র
ম্যাচসেরা: রনি তালুকদার
সেন্ট্রাল জোন-সাউথ জোন
টস: সাউথ জোন (ফিল্ডিং)
সেন্ট্রাল জোন: ২৬১ ও ২৬৯
সাউথ জোন: ৩৯৭ ও ১৩৪/৩
ফল: সাউথ জোন ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মেহেদী হাসান
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status