বাংলারজমিন

ধানের শীষ দেখলেই আক্রমণ করা হচ্ছে: শাহ মোয়াজ্জেম

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৯:১৭ পূর্বাহ্ন

বিএনপি’র ভাইস চেয়ারম্যান শাহ্‌ মোয়াজ্জেম হোসেন বলেছেন, নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছে। কোথায় লেভেল প্লেয়িং ফিল্ড? ধানের শীষ দেখলেই আক্রমণ করা হচ্ছে। আমরা বিচার পাচ্ছি না। এই সরকারের কাছে বিচার পাবো না। তাই আল্লাহ্‌র কাছে বিচার দিলাম। তিনি সব দেখেন। নির্যাতিতার ফরিয়াদ আর আল্লাহ্‌র মাঝে কোনো পর্দা থাকে না। শুক্রবার দুপুর ১২ টার দিকে শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার নিজ গ্রামে আয়োজিত বিএনপি’র কর্মী-সমাবেশে তিনি অভিযোগ করেন, কয়েকদিন আগে সিরাজদিখানে গণ সংযোগ করার সময় আমার গাড়িবহরে হামলা করা হয়েছে। আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। রাতভর পুলিশের সহায়তা চেয়ে কোনো সাহায্য পাইনি। অথচ পরদিন পুলিশের উপর আক্রমণের অভিযোগে দুই উপজেলার বিএনপি’র ৪০১ জন বিএনপি’র স্টার কর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। জনগণ এর বিচার অবশ্যই করবে। বিএনপি’র অন্তর্কোন্দল নিয়ে তিনি বলেন, সবার জন্য তার বুকে স্থান রয়েছে। আমাকে কেউ পছন্দ নাই করতে পারেন কিন্তু মা খালেদাকে যারা মুক্ত করতে চান, ভাই তারেক রহমানকে যারা দেশে আনতে চান তারা নিশ্চই ধানের শীষকে ভালো বাসেন। এ কারনে অন্তত একসঙ্গে চলা দরকার। শ্রীনগর উপজেলা বিএনপি’র সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ শফি বিক্রমপুরী, আনোয়ার হোসেন ভূঁইয়া, আজিজুল হক লেবু কাজী, মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামন রতন, সিরাজদিখান উপজেলা বিএনপি’র সভাপতি আবদুল কুদ্দুস ধীরন, শ্রীনগর উপজেলা বিএনপি’র উপদেষ্টা তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আওলাদ হোসেন উজ্জ্বল, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুসফিকুর রহমান লেনিন, শ্রীনগর উপজেলা বিএনপি নেতা আশরাফ হোসেন, কাজী শামীম ঈমাম সাচ্চু, রিপন ভূঁইয়া, ফারুক মোড়ল, উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদীন মৃধা জেমস, ছাত্রদল নেতা মামুন, বিপ্লব প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status