অনলাইন

অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে মার্কিন কংগ্রেসে রেজুলেশন পাস

মানবজমিন ডেস্ক

১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ৯:০৬ পূর্বাহ্ন

বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন  অনুষ্ঠানের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুন:নিশ্চিত করার আহবান জানিয়ে একটি রেজুলেশন পাস করেছে মার্কিন কংগ্রেস। বুধবার কংগ্রেসের নিন্মকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভে সর্বসম্মতিক্রমে রেজুলেশনটি পাস হয়। এর আগে গত সপ্তাহে ডেমোক্রেট সদস্য বিল কিটিং কংগেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটির কাছে রেজুলেশনটি উত্থাপন করেছিলেন। বুধবার তা নিন্মকক্ষের সব সদস্যের সম্মতিতে পাস হয়। এতে চারটি মৌলিক বিষয় তুলে ধরা হয়।

ওদিকে, মার্কিন কংগ্রেসম্যান জিম ব্যাংকস জানিয়েছেন, ৩০শে ডিসেম্বরে একটি অবাধ, সুষ্ঠু ও নিরাপদ গণতান্ত্রিক নির্বাচন হওয়ার যে আকাঙ্খা বাংলাদেশের মানুষের তার পক্ষেই যুক্তরাষ্ট্রের অবস্থান। এ দেশের  মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতেও যুক্তরাষ্ট্র কাজ করছে। তবে ওই কংগ্রেসম্যান ইসলামপন্থিদের উত্থান প্রশ্নে সতর্ক বার্তা দিয়ে বলেন, জামায়াতে ইসলামীসহ কিছু ইসলামপন্থী দল বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের জন্য এখনও হুমকি! সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছেÑ গত বুধবার (১২ ডিসেম্বর) ওয়াশিংটনে হাডসন ইনস্টিটিউট থিংকট্যাংক আয়োজিত ‘বাংলাদেশের স্থিতিশীলতা, গণতন্ত্র ও ইসলামিতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব একথা বলেন। মার্কিন ওই আইন প্রণেতা ‘বাংলাদেশে থাকা ধর্মীয় সংগঠনগুলো গণতন্ত্রের জন্য হুমকি’ শীর্ষক একটি রেজুলেশনও কংগ্রেস জমা দিয়েছেন গত সপ্তাহে। তবে এটি এখনও পাস হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status