বাংলারজমিন

সড়ক দুর্ঘটনায় নিহত ৫

১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৮:৫৯ পূর্বাহ্ন

ফেনীতে বাসচাপায় ২ সহোদর নিহত
ফেনী প্রতিনিধি: ফেনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নুর মোহাম্মদ মুন্সী (৪৫) ও নুর নবী চৌধুরী (৪০) নামে দুই সহোদর নিহত হয়েছেন। গতকাল বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই সহোদর ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের ছনুয়া গ্রামের আবদুল হাজি ভূইয়া বাড়ির মুক্তিযোদ্ধা আবদুস সোবহানের ছেলে। মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মো. আবদুল আউয়াল জানান, সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের ছনুয়া গ্রাম থেকে মোটরসাইকেল যোগে ফেনী শহরে আসছিলেন দুই সহোদর।

তার বহনকারী মোটরসাইকেলটি মহাসড়কের মহিপাল এলাকায় পৌঁছলে চট্টগ্রামগামী একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নুর নবী চৌধুরী নিহত হয়। গুরুত্বর আহত হয় অপর আরোহী নুর মোহাম্মদ মুন্সী। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করালে উন্নত চিকিৎসার জন্য নুর মোহাম্মদ মুন্সীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চট্টগ্রাম নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে  প্রেরণ করেছে। দুর্ঘটনার পর বাস পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

কালীগঞ্জে কৃষকের মৃত্যু
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে আলমগীর হোসেন আকন্দ (৩৭) নামে সড়ক দুর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তিনি পেশায় একজন কৃষক। নিহত আলমগীর কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের নরুন গ্রামের মসজিদ পাড়া এলাকার আবদুল হেকিম আকন্দের ছেলে। তিনি এক সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার নরুন বাজারে রাস্তা পারাপারের সময় আলমগীর হোসেনকে পেছন থেকে আসা একটি সিএনজি ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা আহত আলমগীর হোসেনকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলমগীরের অবস্থা বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে মারা যান।

মণিরামপুরে ট্রাকচাপায় নিহত ১
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহানুর রহমান নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত জাহানুর রহমান উপজেলার কর্ন্দপপুর গ্রামের মৃত বরকত উল্লাহর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সোয়া ১১টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের আটমাইল মোড় নামকস্থানে সাতক্ষীরাগামী পণ্য বোঝাই ট্রাক একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক জাহানুর রহমান ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ভ্যানের যাত্রী শিউলী খাতুন (২২) গুরুতর আহত হন। আহত শিউলীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত শিউলী খাতুন উপজেলার কর্ন্দপপুর গ্রামের আব্দুর রউফের স্ত্রী। জনতা ঘাতক ট্রাক আটক করতে পারেনি।

বড়াইগ্রামে সড়কে নারীর মৃত্যু
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: মহাসড়কের পাশে ফিডার রোডে ধান শুকাতে গিয়ে অজ্ঞাত মাইক্রোবাসচাপায় মারা গেছেন খুশী বেগম (৪০) নামে এক নারী। নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানার মোড়ের কাছাকাছি তুলার মোড় এলাকায় গতকাল সকালে এই দুর্ঘটনা ঘটে। সে উপজেলার পরকোল গ্রামের মৃত আনিসুর রহমানের স্ত্রী। বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান স্থানীয়দের দেয়া তথ্যমতে জানান, সকাল ৮টার দিকে খুশী বেগম সড়কে ধান শুকাতে বস্তা বহন করে সড়ক পার হচ্ছিলো। এ সময় ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দিয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status