ইলেকশন কর্নার

মৌলভীবাজারে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগে আরিফ

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৮:৪৮ পূর্বাহ্ন

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমানের পক্ষে গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল (শুক্রবার) পৌনে ১২টার দিকে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকায় ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় আরিফুল হক চৌধুরী ভোটারদের উদ্দেশ্যে বলেন, এই দেশ আপনাদের। আপনারাই দেশের মালিক। দেশের এই চরম ক্রান্তিলগ্নে আপনাদেরই এগিয়ে আসতে হবে। আপনাদেরকেই সোচ্চার হতে হবে। দেশ, জাতি ও মানুষের কল্যাণে ঘুমন্ত বিবেক জাগাতে হবে। দেশকে বাঁচাতে হবে।

সবাই ঐক্যবদ্ধভাবে ভোটের মাধ্যমে এই জালিম সরকারকে বিদায় জানাতে চাই এই দুঃশাসন থেকে মুক্তি পেতে চাই। দেশে এখন গণতন্ত্র আইনের শাসন বাকস্বাধীনতা নেই বললেই চলে। জনগণের অধিকার আজ ভূ-লুণ্ঠিত। গত ৫ বছর ধরে ভোটারবিহীন সরকার দেশ চালাচ্ছে। ব্যাংকের রিজার্ভ থেকে নানাভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। অথচ মাত্র দুই কোটি টাকার কারণে সাবেক একাধিকবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চক্রান্ত করে কারাবন্দি করে রাখা হয়েছে। এটি কোনো কারাগার নয়, একটি পরিত্যক্ত ঘরেই তাঁকে কারাবন্দি করে রাখা হয়েছে। অথচ হলমার্ক, বাংলাদেশ ব্যাংকের রির্জাভ চুরি, জনতা ব্যাংক, ডেসটিনি, শেয়ার মার্কেট এমন কোনো ব্যাংক নেই অর্থ আত্মসাৎ হয়নি। সে সবের বিচারও হয়নি।

খুন গুম হত্যা ধর্ষণ আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অহরহ হচ্ছে। দেশ একটি গোষ্ঠী বা ব্যক্তির শাসনে চলছে বিরোধী মত ও পথের কোনো মানুষই আজ নিরাপদে নেই। প্রশাসন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ করে দিলে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ। আপনারা নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এটা নাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব। আমরা সেই আহ্বানই জানাচ্ছি, নির্বাচনের দিন ঘর থেকে বেরিয়ে আসুন। ভোট কেন্দ্রে যান। ভোট নিশ্চিত করুন, পাহারাদার হিসেবে তা রক্ষাও করুন।

এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট ও মৌলভীবাজারের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে আরিফুল হক চৌধুরী ও সিলেট-১ আসনের ঐক্যফন্ট মনোনীত বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ নেতাকর্মীরা প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সদর উপজেলার বাহারমর্দনস্থ্থ বাড়িতে কবর জিয়ারত করেন। পরে আরিফুল হক সাংবাদিকদের বলেন নানাভাবে বিএনপির নেতাকর্মীদের পুলিশি হয়রানি করছে। গায়েবি মামলার ভয়ভীতি দেখিয়ে তাদের নির্বাচনী প্রচারণা থেকে দূরে রাখতে চায়। তিনি নির্বাচনকে সামনে রেখে পুলিশি হামলা মামলা বন্ধসহ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status