বাংলারজমিন

সাইফুরের কবর জিয়ারত করলেন খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৮:৩৩ পূর্বাহ্ন

২০০৮ সাল পর্যন্ত সিলেট-১ আসনের কর্তৃত্ব ছিল বিএনপি নেতা এম সাইফুর রহমানের হাতে। তিনি সিলেট থেকে নির্বাচিত হয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী হয়েছিলেন। সিলেটের সেই প্রয়াত নেতাকে ভুললেন না খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল সকালে তিনি মৌলভীবাজারের বাহারমর্দনে গিয়ে এম সাইফুর রহমানের কবর জিয়ারত করলেন। আর এ সময় তিনি বলেন, স্বাধীনতা উত্তরকালে সিলেট-১ আসনের সাধারণ মানুষের এক নিবেদিত প্রাণ উন্নয়নকামী নেতা ছিলেন সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, মরহুম এম. সাইফুর রহমান। সিলেটের সর্বত্র ছড়িয়ে আছে তার উন্নয়নের ছোঁয়া। তার মেয়াদকাল ছিল সিলেটের উন্নয়নের স্বর্ণযুগ। তার স্বপ্ন ছিল আধুনিক সিলেট প্রতিষ্ঠা। সিলেটে এম. সাইফুর রহমান যে উন্নয়ন কর্মকাণ্ডের সূচনা করেছিলেন, পরবর্তী জনপ্রতিনিধির ব্যর্থতায় তা থমকে গেছে। ইনশাল্লাহ এম. সাইফুর রহমানের অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করে প্রকৃত আধুনিক সিলেট প্রতিষ্ঠা করবো। এ সময় মরহুম এম. সাইফুর রহমান তনয়, সাবেক এমপি এম. নাসের রহমান সিলেটে অবস্থানরত মৌলভীবাজারবাসীসহ সর্বস্তরের সিলেটবাসীকে ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। কবর জিয়ারতকালে খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, মহানগর বিএনরি সহসভাপতি, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সহসভাপতি জিয়াউল হক জিয়া, মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম বাচ্চু, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সহআইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মমিনুল ইসলাম ইসলাম মমিন, সহ সাংগঠনিক সিটি কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মাহবুবুল হক চৌধুরী, ১৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খান এবং এবং মৌলভীবাজার জেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুম এম. সাইফুর রহমান ও বেগম দুররে সামাদ রহমানের কবরের পাশে ফাতেহা পাঠ করেন ও তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status