খেলা

নাঈমের সেঞ্চুরি, রাহীর ৬ উইকেট

স্পোর্টস ডেস্ক

১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ৯:২৪ পূর্বাহ্ন

জাতীয় ক্রিকেট লীগের চতুর্থ রাউন্ডের প্রথম ইনিংসে ইস্ট জোনের ৪৬৬ রানের জবাবে ৩৭৭ রানে অলআউট হয় নর্থ জোন। গতকাল উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি উদযাপন করেন নাঈম ইসলাম। আর বল হাতে ৬ উইকেটের নৈপুণ্যে পূর্বাঞ্চলকে ৮৯ রানের লিড এনে দেন পেসার আবু জায়েদ রাহী। রাজশাহীর শহীদ কামরুজ্জান স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯০/২ সংগ্রহ নিয়ে তৃতীয় দিন শেষ করে ইস্ট জোন। লিড বেড়ে দাঁড়ায় ১৭৯ রান। অধিনায়ক মুুমিনুল হক ৩২ ও মাহমুদুল হাসান ৫ রানে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে ১৮৫ রান করা ওপেনার রনি তালুকদার ব্যক্তিগত ১৬ রানে আউট হন। গতকাল ১৭৮/২ সংগ্রহ নিয়ে ব্যাটিং শুরু করে নর্থ জোন। অর্ধশতক করে দলীয় ২৪৪ রানে বিদায় নেন ফরহাদ হোসেন (৬৪)। তৃতীয় উইকেটে নাঈমের সঙ্গে ১০১ রানের জুটি গড়েন তিনি। এক প্রান্ত আগলে রেখে পঞ্চম উইকেটে ধীমান ঘোষকে (৬৮) নিয়ে ৮৯ রান যোগ করেন অভিজ্ঞ নাঈম। সেঞ্চুরি পূরণ করে ১২১তম ওভারে আবু জায়েদের বলে তাইজুলের তালুবন্দি হয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। নাঈমের ২৪৩ বলে ১০০ রানের ইনিংসে ছিল ৮টি চারের মার। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তার ২৬তম সেঞ্চুরি। ২৬.৩ ওভারে ৭৪ রানের বিনিময়ে ৬ উইকেট নেন আবু জায়েদ। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ইনিংস সেরা বোলিং ফিগার ৬/২৫। প্রথম ইনিংসে রনি তালুকদার ও মোহাম্মদ আশরাফুলের (১৩৬) ২৪৪ রানের জুটিতে রানের পাহাড় গড়ে পূর্বাঞ্চল।
চট্টগ্রামে দক্ষিণাঞ্চলের দাপট
প্রথম রাউন্ডে সেন্ট্রাল জোনের কাছে ৭৭ রানে হারের জবাব দিতে চোখ রাখছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাউথ জোন। গতকাল নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮০/৫ সংগ্রহ নিয়ে তৃতীয় দিন পার করে মধ্যাঞ্চল। লিড দাঁড়ায় ৪৪ রান। অধিনায়ক শুভাগত হোম ৫৫ ও জাকের আলী ১০ রানে অপরাজিত থাকেন। তিন উইকেট নেন মেহেদী হাসান। একটি করে পান আব্দুর রাজ্জাক ও কামরুল ইসলাম রাব্বি। প্রথম ইনিংসে ১৩৬ রানের লিড পায় দক্ষিণাঞ্চল। সেন্ট্রাল জোনের ২৬১ রানের জবাবে ৩৯৭ রান করে রাজ্জাকের দল। দলীয় সংগ্রহ আরো বড় হতে পারতো। গতকাল ৩০৯/৫ সংগ্রহ নিয়ে তৃতীয় দিনের ব্যাটিংয়ে নেমে ৮৮ রান যোগ করে শেষ পাঁচ উইকেটের পতন ঘটে। রকিবুল হাসান ৬৫ (রানআউট) ও শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন মেহেদী হাসান (৪৬)। সেন্ট্রাল জোনের হয়ে ৪ উইকেট নেন বাঁ-হাতি স্পিনার আরাফাত সানি। পয়েন্ট তালিকায় তিন ম্যাচ শেষে ১ জয় ও ২ ড্রয়ে ১৬.৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে সেন্ট্রাল জোন। নর্থ জোন ও ইস্ট জোন দুই দলই তিন ম্যাচে ড্র দেখে। পয়েন্ট যথাক্রমে ১১.৪৯, ১১.৪৪। ২ ড্র ও ১ হারে তলানিতে সাউথ জোন (৬.৪৫)।

সংক্ষিপ্ত স্কোর
ইস্ট জোন-নর্থ জোন
টস: নর্থ জোন (ফিল্ডিং)
ইস্ট জোন: ৪৬৬ ও ১৭ ওভারে ৯০/২
নর্থ জোন: ৩৭৭
সেন্ট্রাল জোন-সাউথ জোন
টস: সাউথ জোন (ফিল্ডিং)
সেন্ট্রাল জোন: ২৬১ ও ৬৫ ওভারে ১৮০/৫
সাউথ জোন: ৩৯৭
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status