খেলা

সিলেটে সতর্ক উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ৯:২১ পূর্বাহ্ন

দ্বিতীয় ওয়ানডেতে দারুণ জয়ে সিরিজে সমতায় ফেরে উইন্ডিজ। তবে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে ক্যারিবীয়রা সতর্ক। গতকাল সংবাদ সম্মেলনে উইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল বলেন, ক্রিকেটের তিন বিভাগেই আমাদের কাজ করতে হবে। একটা ম্যাচে সব বদলে যায়নি, আমরা এখনও দলগতভাবে ভালো ব্যাটিং করতে পারছি না। আর বোলিং ফিল্ডিংয়েও আমাদের কাজ করতে হবে। সিলেটেও পেস বোলিং দিয়েই বাংলাদেশি ব্যাটসম্যানদের কাবু করতে চায় উইন্ডিজ। রভম্যান বলেন, এটা সত্যি, বাংলাদেশি ব্যাটসম্যানরা ফাস্ট বোলিংয়ের বিপক্ষে খেলতে পছন্দ করে না। আমরা অবশ্যই এটাকে কাজে লাগাতে চাইবো। সিলেটের পিচ নিয়ে উইন্ডিজ অধিনায়ক বলেন, বাংলাদেশের অন্য উইকেটের মতোই এটা- নিচু ও মন্থর। তাই আশা করছি এখানে আমরা মানিয়ে নিতে পারবো এবং জয় পাবো। রভম্যান বলেন, দ্বিতীয় ওয়ানডেতে আমরা অনেক অতিরিক্ত রান দিয়েছি। প্রতিটি ফ্রি হিট থেকেই বাউন্ডারি হাঁকিয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানরা। সিলেটে বিষয়টিতে আলাদা নজর রয়েছে আমাদের। গত চার বছরে কানো ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি নেই ক্যারিবীয়দের। সর্বশেষ ২০১৪তে নিজ দেশে বাংলাদেশের বিপক্ষে ৩-০তে জয় দেখেছিল উইন্ডিজ। পরের টানা ১৫ সিরিজ হার দেখেছে তারা। আর গতকাল রভম্যান পাওয়েল বলেন, আমরা দীর্ঘদিন সিরিজ জিতি না। বিষয়টি সবার মুখেমুখেই। এটা আমাদের সুবর্ণ সুযোগ। এজন্য দলের সবাই মুখিয়ে রয়েছে। সিলেট স্টেডিয়াম নিয়ে পাওয়েল বলেন, সুন্দর একটি স্টেডিয়াম। এর সুযোগ সুবিধাও দারুণ। আমি আসলেই বিস্মিত হয়েছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status