খেলা

২০২০ সালের এশিয়া কাপ পাকিস্তানে

স্পোর্টস রিপোর্টার

১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ৯:২১ পূর্বাহ্ন

২০১৮’র এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানের আপত্তির মুখে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হয় টুর্নামেন্টটি। পরের এশিয়া কাপের আয়োজক হিসেবে গতকাল পাকিস্তানের নাম  ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। গতকাল ঢাকার একটি হোটেলে এসিসির সভায় নেয়া হয় এই সিদ্ধান্ত। প্রায় এক দশক ধরে পাকিস্তানে নির্বাসিত আন্তর্জাতিক ক্রিকেট। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে  কেবল সেখানে খেলেছে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে। এমন পরিস্থিতিতে পাকিস্তান তাদের মাটিতে এশিয়া কাপ আয়োজনে কতটা সামর্থ্য রাখে সেটাও ভাবনার বিষয়। তাছাড়া ভারত সেখানে যাবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। ভারতের আপত্তির কারনে ইমার্জিং এশিয়া কাপ দুটি দেশে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ হংকং পাকিস্তানে খেললেও, ভারতের খেলা অনুষ্ঠিত হচ্ছে শ্রীলঙ্কায়। সব মিলিয়ে টি-টোয়েন্টি ফরমেটে হতে যাওয়া ২০২০ সালের এশীয় প্রতিযোগিতার ভেন্যু নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। অবশ্য পাকিস্তান তাদের হোম ভেন্যু সংযুক্ত আরব আমিরাতকে ব্যবহার করতে পারে আয়োজক হিসেবে। এনিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আগামী এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। তারা কোথায় টুর্নামেন্ট আয়োজন করবে,  সেটা তাদের সিদ্ধান্ত। হতে পারে পাকিস্তানে কিংবা এবারের মতো দুবাই অথবা মালয়েশিয়ায়। আর ২০২০ সালে যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে সেটা মাথায় রেখেই পরের আসর হবে বিশ ওভারের।’


গতকাল এসিসির সভায় উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি  কে. এইচ. ইমরান, সেক্রেটারি অমিতাভ চৌধুরী, সাবেক আইসিসি সভাপতি ও এসিসি বোর্ড সদস্য এহসান মানিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। ২০২০ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এজন্য  সেপ্টেম্বরেই এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এসিসি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status