খেলা

গ্রুপ চ্যাম্পিয়ন ম্যানসিটি লিঁওর রক্ষা

স্পোর্টস ডেস্ক

১৪ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ৯:২১ পূর্বাহ্ন

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে উঠলো পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে হফেনহাইমের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় কুড়ায় প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নরা। বিগত ১০ মৌসুমে ৯ বারই গ্রুপ সেরা হলো কোচ গার্দিওলার দল। ‘এফ’ গ্রুপ থেকে শেষ ষোলোতে ম্যানসিটির সঙ্গী অলিম্পিক লিঁও। বাঁচা-মরার ম্যাচে শাখতার দোনেস্কের মাঠে ১-১ গোলে ড্র করে তারা। জয় পেলেই দ্বিতীয় স্থানে থেকে শেষ ষোলো রাউন্ডে উত্তীর্ণ হতো শাখতার। আবার ম্যানসিটি হারলে আর লিঁও জিতলে হেড-টু-হেডে শীর্ষস্থান হারাতো সিটিজেনরা। ম্যানসিটির জয়ের নায়ক জোড়া গোলদাতা জার্মান উইঙ্গার লেরয় সানে। ৬ ম্যাচে ম্যানসিটির সংগ্রহ ১৩ পয়েন্ট। ৮ পয়েন্টে দ্বিতীয় স্থানে লিঁও। আর নকআউট পর্বে ওঠার স্বপ্নভঙ্গ হলেও তৃতীয় স্থানে থেকে ইউরোপা লীগের শেষ ৩২ রাউন্ডের টিকিট কাটে শাখতার (৬)। অলিম্পিয়াকোসের (২০০২-০৩) পর হফেনহাইমই (৩ পয়েন্ট) প্রথম ক্লাব যারা ১০টির বেশি গোল করেও পয়েন্ট তালিকার তলানিতে থেকে গ্রুপ পর্ব শেষ করলো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status