বিশ্বজমিন

অবৈধ অভিবাসী অভিযোগে মুম্বইয়ে ৬ বাংলাদেশী গ্রেপ্তার

মানবজমিন ডেস্ক

১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ২:০০ পূর্বাহ্ন

বাংলাদেশের অবৈধ অভিবাসী অ্িযভযোগে ভারতের মুম্বইয়ে গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে। পালগড়ের ওয়ালিভ পুলিশ বলেছে, তারা অবৈধ উপায়ে ৫ বছর ধরে মুম্বইয়ে অবস্থান করছিল। এ বিষয়ে তারা সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। তারপরই তল্লাশি চালিয়ে ওই অভিবাসীদের পাওয়া গেছে। এ সময় তাদের কাছে কোন পাসপোর্ট অথবা আইনগত বৈধ কাগজপ৫ত্র ছিল না। গ্রেপ্তার করা ওই ব্যক্তিরা হলো হাসান শেখ (২৫), মইন শেখ (২১), স্বাতী মুমরেজ গাজি শেখ (২২), তানিয়া শেখ (২৪), রফিক শেখ (২৬) ও দুলালি শেখ (২৫)। জীবিকার জন্য তারা নি¤œ মানের কাজ করছিল সেখানে। অভিযোগ আছে, তারা এজেন্টদের সহায়তা নিয়ে ভুয়া ভারতীয় পরিচয় নিশ্চিত করেছে। তদন্তকারীরা বলেছেন, তারা কিভাবে মুম্বইয়ে জমির মালিক হেয়ছেন তা জানতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা অর্থের বিনিময়ে অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছে। পুলিশ বলেছে, কথিত ওই বাংলাদেশীদের দলটি নাইগাওয়ে ভাবনি হাইটসের একটি ফ্লাটে ৫ বছর ধরে অবস্থান করছিল। ওই ফ্লাটের মালিক কে তা জানার চেষ্টা করছে পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status