অনলাইন

সংবাদ সম্মেলনে নাসের রহমান

মৌলভীবাজারে বিএনপি নেতা কর্মীদের ভয়ভীতি ও হুমকি দেয়া হচ্ছে

মৌলভীবাজার প্রতিনিধি

১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১২:৫২ অপরাহ্ন

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী এম নাসের রহমান অভিযোগ করেছেন তার নির্বাচনী এলাকায় বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতা কর্মীদের ভয়ভীতি, হুমকি দেয়া হচ্ছে। গায়েবি মামলায় গ্রেফতার করা হচ্ছে। নিরাপদ সড়ক আন্দোলনের সময় যেখানে কোন ঘটনা ঘটেনি সেই সব মামলায় গ্রেফতার করা হচ্ছে। মৌলভীবাজার মডেল থানায় ৭/৮ টিসহ অন্যান্য থানায় বেশ কয়েকটি গায়েবি মামলা দায়ের করে গোপন রাখা হয়েছে। কর্মীদের বাড়ি-বাড়ি রাতে তল্লাশির কারণে কর্মীরা মাঠে নির্বাচনী কাজ করতে পারছেনা।
মৌলভীবাজার প্রেসক্লাবে আজ সকাল সাড়ে দশটায় এক সংবাদ সম্মেলনে এম নাসের রহমান এই অভিযোগ করেন। এই সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য বেগম খালেদা রব্বানী, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়ালী ছিদ্দিকী,সহ সভাপতি ও সাবেক মেয়র ফয়জুল করীম ময়ূন,এম এ মুকিত,আশিক মোশাররফ,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আক্তার চৌধুরী শিউলি,সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহুর রহমান, সদর বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে নাসের রহমান তার লিখিত বক্তব্যে বলেন জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ নাজিরাবাদ ইউনিয়নের সাবেক চেযারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুক, সাবেক ইউপি চেয়ারম্যান শামীম আহমদ, আশরাফ আহমদ, মৌলভীবাজার পৌর কাউন্সিলর আয়াছ আহমদ,স্বাগত কিশোর দাশ চৌধুরীসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সম্পাদকসহ কয়েকশ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করা হয়েছে। এ অবস্থায় তার নির্বাচনী কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। যা ইতিমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি লিখিত ও মৌখিক এবং পুলিশ সুপারের সাথে দেখা করে বললেও মধ্যরাতের পর বাড়ি বাড়ি পুলিশের অভিযান বন্ধ হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status