দেশ বিদেশ

দোহারে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, সংঘর্ষ

দোহার (ঢাকা) প্রতিনিধি

১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১০:১৬ পূর্বাহ্ন

 ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী খোন্দকার আবু আশফাকের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় প্রার্থী আবু আশফাকসহ অন্তত ১০ নেতাকর্মীকে আটক করে পুলিশ। ৩ ঘণ্টা পর আবু আশফাককে ছেড়ে দেয়া হয়। সংঘর্ষে আহত হয় অন্তত ২৫ নেতাকর্মী। বুধবার বিকালে দোহারের লটাখোলা করম আলী মোড় থেকে ধানের শীষের প্রতীকের মিছিল বের হলে এ ঘটনা ঘটে। কালই দোহার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা-১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আবু আশফাক। প্রচারণাকে কেন্দ্র করে উপজেলার লটাখোলা করম আলীর মোড়ে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে সমবেত হয় নেতাকর্মীরা। পরে করম আলীর মোড় থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে একটি মিছিল বের হয়ে উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া বাজারসহ প্রধান সড়ক প্রদক্ষিণ এবং লিফলেট বিতরণ করেন। মিছিলে দোহার ও নবাবগঞ্জ উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের সিনিয়র নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। মিছিলের শেষ পর্যায়ে লটাখোলা নতুন বাজারের সামনে সাংবাদিকদের উদ্দেশে কথা বলেন আবু আশফাক। এসময় পুলিশ হঠাৎ করে নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে। পুলিশের উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে লটাখোলা করম আলীর মোড় থেকে পুলিশ বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাককে আটক করে থানায় নিয়ে যায়। এ ছাড়া  দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেছের সহ অন্তত ১০ নেতাকর্মীকে আটক করে পুলিশ। বিএনপির নেতাকর্মীদের দাবি, অন্তত ৩০/৩৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। তবে তিনি জানান, বিএনপির প্রার্থী আবু আশফাককে আটক করা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে, ছেড়ে দেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status