বাংলারজমিন

রাজশাহীতে বিএনপি সমর্থকদের মারধর ও ব্যানার ছিঁড়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৫৯ পূর্বাহ্ন



রাজশাহীতে একাদশ জাতীয় নির্বাচনের প্রচারণায় বিএনপি প্রার্থীর সমর্থকদের মারধর করে পুলিশে সোপর্দ ও নির্বাচনী ব্যানার ফেস্টুন ছিঁড়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু ও রাজশাহী-৩ আসনের অ্যাডভোকেট শফিকুল হক মিলন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক বরাবর পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে রাজশাহী-২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু উল্লেখ করেন, নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরমানের চেম্বারের সামনে পোস্টার, ফেস্টুন, ব্যানার কেটে ফেলেছে নৌকা প্রতীকের সমর্থকরা। অপরদিকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকার আনুমানিক রাত ২টার দিকে নৌকা প্রতীকের সমর্থকরা, ধানের শীষের ব্যানার খুলে নৌকা প্রতীকের ব্যানার লাগিয়েছে। রাজশাহী-৩ আসনের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন অভিযোগে বলেন, গত মঙ্গলবার রাত ৯টার দিকে মোহনপুর থানার ধুরোইল ইউনিয়নের মহব্বতপুর ও মৌয়ের মোড়, পালসা বটতলা, রিফুজিপাড়া, পূর্বপাড়া ও খানপুর এলাকার গুরুত্বপূর্ণ সব মোড়ে ধানের শীষের প্রার্থীর পোস্টার, ফেস্টুন ছিঁড়ে বস্তা ভর্তি করে নিয়ে যায় ধুরোইল ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি দেলোয়ার হোসেন ও তার বাহিনীর নেতাকর্মীরা।

 দুষ্কৃতকারীরা স্থান ত্যাগের সময় মৌয়ের মোড়ের হোটেল ব্যবসায়ী বিএনপি সমর্থক শফিকুল ইসলাম মানিককে মারধর, ভয়-ভীতি প্রদান ও অকথ্য গালিগালাজ করে। তারা নিজেরাই নৌকার পোস্টার-ফেস্টুন ছিঁড়ে বিএনপি সমর্থকদের নামে মামলা করার, বাড়ি ছাড়া করার ভয়-ভীতি দেখিয়েছে। রাত ১১টার দিকে ধুরোইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৌয়ের মোড়ে ধানের শীষের সমর্থক সাফিকে উপর্যুপরি মারধর করে পুলিশে সোপর্দ করে। এ অবস্থায় ইউনিয়নটিতে বিএনপি নেতাকর্মী-সমর্থকদের বাড়িতে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status