বাংলারজমিন

হারিয়ে যাওয়া গণতন্ত্র উদ্ধার করতে চাই

চাঁদপুর প্রতিনিধি

১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৫৯ পূর্বাহ্ন

দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র উদ্ধার করতে চাই। ১২ই ডিসেম্বর সকালে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে ব্যাপক গণসংযোগ, পথসভা ও উঠোন বৈঠকে চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক এ কথা  বলেন। তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেন ও ধানের শীষের ভোট চান। এসব পথসভা ও উঠোন বৈঠকে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ আন্দোলন স্বরূপ। আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র উদ্ধার করতে চাই। আওয়ামী লীগ একটা মিথ্যাবাদী দল। তারা বলছে চাঁদপুর-হাইমচর নাকি শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। তাহলে নীলকমল ইউনিয়নের মানুষ অন্ধকারে কেন? দেশ নাকি উন্নয়নের জোয়ারে ভাসছে, তাহলে এ ইউনিয়নবাসী স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তা থেকে বঞ্চিত কেন? বিশ্বের সবচেয়ে বড় মিথ্যাবাদী দল আওয়ামী লীগ। আমি নির্বাচিত হলে নীলকমলের বিদ্যুতের সমস্যা সমাধান করবো। এ ইউনিয়নবাসীকে স্থায়ীভাবে নদী ভাঙন থেকে রক্ষায় স্থায়ী সমাধান করবো। এ চরাঞ্চলের মানুষের জন্য একটি হাসপাতাল করবো যাতে তারা হাতের নাগালে চিকিৎসাসেবা নিতে পারে। তিনি আরো বলেন, আর কাউকে চাঁদপুরের মানুষ ভোট চুরি করতে দেবে না। আগামী ৩০শে ডিসেম্বর জীবন দিয়ে হলেও মানুষের ভোটাধিকার রক্ষা করতে হবে। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। মনে রাখবেন চোরেরা বল প্রয়োগ করতে চাইবে, কিন্তু আপনারা কাউকে ছাড় দেবেন না।
 এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি শাহজালাল মিশন, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারি, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাস্টার, নীলকমল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী ইয়াছিন রতন, হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ, উপজেলা যুবদলের সভাপতি আজিজুল হক বাবুল, সাধারণ সম্পাদক জহির মাঝি, সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান আখন্দ, নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির মোল্লা, সাধারণ সম্পাদক শহিদ সরদার, হাইমচর উপজেলা ছাত্রদল সভাপতি মো. সোলেমান মিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ আখন্দ, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বোরহান উদ্দিন ভুট্টো, সাধারণ সম্পাদক মো. জহির মিয়াজী প্রমুখ।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status