খেলা

নকআউট পর্বে টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক

১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৭ পূর্বাহ্ন

৬ মৌসুম পর ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ফিরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো ইন্টার মিলানকে। হেড-টু-হেড অ্যাওয়ে গোলের সুবাদে ইন্টারকে পেছনে ফেলে নকআউট পর্বে উঠে যায় টটেনহ্যাম। মঙ্গলবার বার্সেলোনার মাঠে বাঁচা-মরার লড়াইয়ে ৮৫ মিনিটের গোলে হার এড়ায় (১-১) টটেনহ্যাম। আর সান সিরো স্টেডিয়ামে পিএসভি আইনদোভেনের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে কপাল পুড়ে ইন্টারের। ৬ ম্যাচে টটেনহ্যাম ও ইন্টার দুই দলেরই পয়েন্ট দাঁড়ায় ৮। অপরাজিত বার্সা (১৪) আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন্স লীগ ম্যাচে বিগত প্রায় ৩ বছরে কনিষ্ঠতম একাদশ নামান বার্সা কোচ আরনেস্তো ভালভার্দে। টটেনহ্যামের বিপক্ষে একাদশের গড় বয়স ২৫ বছর ১৭ দিন। আগের রেকর্ড ছিল ২০১৫ সালের ডিসেম্বরে বায়ার লেভারকুজেনের বিপক্ষে (২৪ বছর ৩১৯ দিন)। চোটের কারণে ছিলেন না লুইস সুয়ারেজ। অধিনায়ক লিওনেল মেসি, সার্জিও বুসকেটস, জেরার্ড পিকে, জর্দি আলবা, আরতুরো ভিদালদের বেঞ্চে বসিয়ে তরুণদের পরখ করেন ভালভার্দে। ম্যাচের ৭ মিনিটেই দর্শনীয় গোলে বার্সাকে লিড এনে দেন উসমান দেম্বেলে। মাঝমাঠে বল পেয়ে দুর্দান্ত ক্ষিপ্রতায় ডিফেন্ডার কাইল ওয়াকারকে পেছনে ফেলে ডান পাশ দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। দেম্বেলের শট ঠেকাতে ডাইভ দেন মিডফিল্ডার হ্যারি উইঙ্কস। কিন্তু ডান পায়ে শট না নিয়ে দারুণ দক্ষতায় বাম পায়ে বল এনে ফিনিশিং টানেন তিনি। কাইল ওয়াকার ডাইভ দিলেও ততক্ষণে দেম্বেলের শটে পরাস্ত হন টটেনহ্যাম গোলরক্ষক হুগো লরিস। ৬৩ মিনিটে মুনির এল হাদ্দাদির বদলি হিসেবে মাঠে নামেন মেসি। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে সমতায় ফেরে স্পাররা। বাম প্রান্ত দিয়ে হ্যারি কেইনের নিচু ক্রসে পা ছুঁইয়ে বল জালে পাঠান ব্রাজিলিয়ান উইঙ্গার লুকাস মৌরা। চ্যাম্পিয়ন্স লীগে নিজ মাঠে টানা ২৯ ম্যাচ (২৬ জয়, ৩ ড্র) অপরাজিত থেকে ২০০২ সালে করা বায়ার্ন মিউনিখের রেকর্ড স্পর্শ করে বার্সা।
টটেনহ্যামের সঙ্গে হেড-টু-হেড সমীকরণে পিছিয়ে থাকায় পয়েন্টে এগিয়ে থাকাই ছিল ইন্টারের একমাত্র উপায়। ইন্টারের মাঠে ২-১ গোলে হারের পর নিজ মাঠে ইন্টারকে ১-০ ব্যবধানে হারায় টটেনহ্যাম। মঙ্গলবার সান সিরো স্টেডিয়ামে ১৩ মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ডাচ ক্লাব পিএসভিকে এগিয়ে দেন রাশিয়া বিশ্বকাপে আলো ছড়ানো মেক্সিকান উইঙ্গার হারভিং লোজানো। ৭৩ মিনিটে ইন্টারকে ম্যাচে ফেরান আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দি। জয় পেতে মরিয়া ইন্টার গোলমুখে মোট ২২টি শট নেয়। অনটার্গেটে ছিল ৯টি শট। চ্যাম্পিয়ন্স লীগের নিজেদের আগের ১২ মৌসুমে একবারই (২০০৩-০৪) গ্রুপ পর্ব থেকে নকআউটে পৌঁছাতে ব্যর্থ হয় ইন্টার।
ডর্টমুন্ডের কাছে শীর্ষস্থান খোয়ালো অ্যাটলেটিকো
অ্যাটলেটিকো মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড আগেই নকআউট পর্ব নিশ্চিত করে। দুই দলের শেষ ম্যাচ ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই। কিন্তু ক্লাব ব্রুগার মাঠে গোলশূন্য ড্রয়ে শীর্ষস্থান হারায় কোকে-গ্রিজম্যানের অ্যাটলেটিকো। অপর ম্যাচে মোনাকোর মাঠ থেকে ২-০ গোলের জয় কুড়ায় ডর্টমুন্ড। দুইটি গোলই করেন পর্তুগিজ মিডফিল্ডার রাফায়েল গুরেইরো। ‘এ’ গ্রুপে ৬ ম্যাচ শেষে অ্যাটলেটিকো ও ডর্টমুন্ড দুই দলেরই পয়েন্ট সমান ১৩। হেড-টু-হেড গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয় জার্মান ক্লাব ডর্টমুন্ড। মুখোমুখি লড়াইয়ে ডর্টমুন্ডের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর নিজ মাঠে ডর্টমুন্ডকে ২-০ গোলে হারায় দিয়েগো সিমিওনির শিষ্যরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status