এক্সক্লুসিভ

বিএনপিকে ‘না’ বলতে হবে

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৬ পূর্বাহ্ন

নির্বাচনে রাজনীতির প্রশ্নে জামায়াতকে বাইরে রাখতে হবে। একই সঙ্গে তাদের পৃষ্ঠপোষক বিএনপিকে ‘না’ বলতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে মহাজোটের প্রার্থী রাশেদ খান মেনন। অন্যদিকে যুদ্ধাপরাধীদের তোষণকারী কোনো রাজনৈতিক দলের প্রার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে দেখলে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন। গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মারক ভাস্কর্যের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা। এর আগে ‘জামায়াতি প্রার্থীদের বয়কট ও জামায়াতি পৃষ্ঠপোষকতা বন্ধে’র দাবিতে মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যে এসে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- ঢাকা-৮ আসনের মহাজোটের প্রার্থী রাশেদ খান মেনন। এ সময় তাকে পুলিশি প্রটেকশনে সমাবেশস্থলে আসতে দেখা যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status