এক্সক্লুসিভ

সরকারি দলের নির্দেশে প্রশাসন চলছে

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৬ পূর্বাহ্ন

‘এখনো লেভেল প্লেয়িং ফিল্ড না হওয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে চরম শঙ্কা বিরাজ করছে’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১ ও ২ আসনের বিএনপির প্রার্থী এবং দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, সকল দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা জরুরি। অথচ তা এখনও করা হয়নি। সরকারি দলের এমপি-নেতাদের নির্দেশেই প্রশাসন চলছে। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা বাড়ছে। তিনি অবিলম্বে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন। ড. মোশাররফ বুধবার কুমিল্লা-১ আসনের দাউদকান্দি উত্তর ইউনিয়নে দিনভর গণসংযোগ করেন এবং কদমতলী, নন্দনপুর, বাজরা, বাহেরচর, হাসনাবাদ (উত্তর) বাজার, হাসনাবাদ ভিটিকান্দি বাজার, চরচারুয়া, গঙ্গাপ্রসাদ, গোলাপের চর ও চেঙ্গাকান্দি স্পটে পথসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে এখন প্রবল জনস্রোত বহমান। এই জনস্রোতের ব্যালট বিপ্লবে সরকারের সকল কূটকৌশল খড়কুটার মতো ভেসে যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status