খেলা

রনির আক্ষেপ, সানজামুলের ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক

১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৫ পূর্বাহ্ন

ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ১৭ রান দূরে থেকে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামেন রনি তালুকদার। কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে চতুর্থ ডাবল সেঞ্চুরি ছুঁতে পারেননি এই ডানহাতি ওপেনার। গতকাল তৃতীয় ওভারেই ইবাদত হোসেনের বলে জুনায়েদ সিদ্দিকের ক্যাচবন্দি হন রনি (১৮৫)। দলীয় ৩৫৭ রানের মাথায় আউট হওয়ার আগে চতুর্থ উইকেটে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে ২৪৪ রানের জুটি গড়েন তিনি। বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে নর্থ জোনের বিপক্ষে ৩৫৪/৩ সংগ্রহ নিয়ে প্রথম দিন পার করেছিলেন দুইজন। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রনি ও আশরাফুলের ব্যাটে ভর করে ৪৬৬ রানে থামে ইস্ট জোনের প্রথম ইনিংস। আর উত্তরাঞ্চলের পাঁচ উইকেটের নৈপুণ্য দেখান সানজামুল। আসরে টানা দুই ম্যাচে পাঁচ উইকেট পেলেন এই বাঁহাতি স্পিনার। রনির ২৪৫ বলে ১৮৫ রানের ইনিংসটি ১৯ চার ও ৫টি ছক্কায় সাজানো। আগের দিন সেঞ্চুরি করা আশরাফুল ব্যক্তিগত ১৩৬ রানে (২৫১ বল) সানজামুলের বলে ইমরান আলীর তালুবন্দি হন। তাইজুল ইসলামকে (৩৭) ফিরিয়ে পূর্বাঞ্চল ইনিংসের সমাপ্তি টানেন সানজামুল। ৩৬.১ ওভারে ১১৫ রান খরচায় প্রথম শ্রেণিতে ১৬তম পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। দুইটি করে উইকেট নেন পেসার ইবাদত ও অফস্পিনার সোহাগ গাজী। ইস্ট জোনের বড় সংগ্রহের জবাবে দারুণ শুরু পায় নর্থ জোন। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৭৮/২। প্রথম ইনিংসে এখনো ২৮৮ রানে পিছিয়ে উত্তরাঞ্চল। ওপেনিং জুটিতে ৯৮ রান তোলেন অধিনায়ক জহুরুল ইসলাম ও জুনায়েদ সিদ্দিক। দুইজনই অর্ধশতক করেন। ২৭তম ওভারে জুনায়েদকে (৫১) মাহিদুল ইসলাম অঙ্কনের তালুবন্দি করেন পেসার আবু জায়েদ রাহী। ৪০তম ওভারে জহুরুলকে (৬৫) মুমিনুল হকের ক্যাচ বানান বাঁহাতি এনামুল হক জুনিয়র। জহুরুলের বিদায়ে দলীয় ১৪৩ রানে দ্বিতীয় উইকেট হারায় উত্তরাঞ্চল। এরপর অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন ফরহাদ হোসেন (৩৪*) ও নাঈম ইসলাম (১৮*)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status