খেলা

আন্তর্জাতিক ব্যাডমিন্টন

প্রি-কোয়ার্টার ফাইনালেই থামলেন গৌরবরা

স্পোর্টস রিপোর্টার

১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৫ পূর্বাহ্ন

সকালে জয় দেখলেও বিকালেই বিষাদে রূপ নিয়েছে সেই আনন্দ। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যালেঞ্জে গতকাল সকালে শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে পুরুষ এককের প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠেন বাংলাদেশের গৌরব সিংহ, সালমান খান ও লাল চাঁন। দ্বিতীয় রাউন্ডের খেলায় গৌরব সিংহ ২১-১৭ ও ২১-১৩ পয়েন্টে মালদ্বীপের জায়ান শাহীদকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেন। সালমান খান ২১-১০ ও ২১-১০ পয়েন্টে মালদ্বীপের নিবাল আহমেদকে পরাজিত করে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেন। বাংলাদেশের লাল চাঁন ২১-১৪ ও ২১-১৫ পয়েন্টে স্বদেশী আরিফুল ইসলাম তুহিনকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন। কিন্তু বিকালে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মালয়েশিয়ার নাইম আহমেদের কাছে ২১-১৪, ২১-১৬ পয়েন্টে হেরে বিদায় নেন গৌরব সিংহ। তবে বাংলাদেশের আহসান হাবিব পরশ থাইল্যান্ডের ভিতিদসারমের কাছে, মঙ্গল সিংহ শ্রীলঙ্কার দিনুকা করুনারত্নের কাছে হেরে বিদায় নেন।
পুরুষ দ্বৈতে আহসান হাবিব পরশ ও গৌরব সিংহ জুটি নেপালের দিপেশ ধামি ও রত্নজিৎ তামাং জুটির কাছে, মোয়াজ্জেম হোসেন ও রাহাত কবির খালেদ জুটি ভারতের অক্ষয় কদম ও অনিরুদ্ধ মায়েকার জুটির কাছে, তুষার কৃষ্ণ রায় ও আরিফুল ইসলাম জুটি, স্বদেশী হক ও খান জুটির কাছে, নবন্দু রায় ও আকিব সোলায়মান জুটি ভারতের মোহনরাজ ও বেলাবান জুটির কাছে, আবুল খালেক ও লাল চাঁন জুটি স্বদেশী তানভির আহমেদ ও এবাদুল হক জুটির কাছে হেরে যান। অন্যদিকে মহিলা এককে বাংলাদেশের রেহানা পারভীন মালয়েশিয়ার কারু পাতেভানের কাছে হেরে বিদায় নেন। তবে মহিলা দ্বৈতে বৃষ্টি খাতুন ও রেহানা পারভীন জুটি ২১-১৭ ও ২১-১৪ পয়েন্টে মরিশাসের জেমিমা লেউং ও গানেশা জুটিকে হারান। মিশ্র দ্বৈতে বাংলাদেশের শাপলা আক্তার ও রাহাত কবির খালেদ জুটি ২১-১৭ ও ২১-১৯ পয়েন্টে হেরে যান ভারতের ভেঙ্কট গৌরব প্রাসাদ ও জুহি দেওয়ান জুটির কাছে হেরে গেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status