বাংলারজমিন

নির্বাচন কমিশনে ফয়সল চৌধুরীর অভিযোগ

স্টাফ রিপোর্টার

১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৩ পূর্বাহ্ন

কর্মী-সমর্থকদের অবৈধভাবে গ্রেপ্তারের প্রতিবাদে প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করেছেন সিলেট-৬ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী। গতকাল বুধবার দুপুরে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানান ধানের শীষের এই প্রার্থী।
ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়ন প্রস্তাবক ও ইউপি চেয়ারম্যান আশরাফ আহমদ চৌধুরী, ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল, বাদেপাশা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, বুদবারী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনসহ অন্তত সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ করা হয় চিঠিতে। প্রতীক বরাদ্দের দিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার পথে অন্যায়ভাবে পুলিশ এসব নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় বলে জানান ফয়সল আহমদ চৌধুরী। আগামী ১৫ই ডিসেম্বরের পর থেকে ধানের শীষের পক্ষে প্রচারণা চালালে পুলিশ গ্রেপ্তার, মামলা-হামলার ভয়ভীতি দেখাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। ফয়সল আহমদ চৌধুরী আরো বলেন, স্থানীয় পুলিশ প্রশাসন প্রকাশ্যভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীকে সহায়তা করছে। এমন অবস্থায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করা সম্ভব হচ্ছে না বলে সিইসি বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করেন। তিনি আরো বলেন, পুলিশের এমন বৈষম্যমূলক আচরণে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হলে নির্বাচন কমিশন তার জন্য দায়ী থাকবে। গত ১০ই ডিসেম্বর স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি ধানের শীষের এই প্রার্থী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status