বাংলারজমিন

‘শ্রমিকদের মজুুুরি কমিশন বাস্তবায়ন করা হবে’

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪২ পূর্বাহ্ন

খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল বলেছেন, আগামী জাতীয়  সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ক্ষমতায় এলে খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী এলাকার শ্রমিক ভাইদের দীর্ঘদিনের প্রাণের দাবি মেনে নিয়ে মজুরি কমিশন বাস্তবায়ন করা হবে। সেই সঙ্গে এই এলাকার বন্ধ মিল কলকারখানাগুলো পুনরায় চালু করার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে শ্রমিকদের বাসস্থান ও স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে উন্নতমানসম্পন্ন শ্রমিক কলোনি ও হাসপাতাল নির্মাণ করা হবে। বুধবার সকালে খুলনা মহানগরীর খালিশপুর ১০নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগকালে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।  
সকাল ১০টায় নগরীর খালিশপুর নগরীর ১০ নং ওয়ার্ডের গোয়ালখালী কবরস্থান মোড় থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করে মহসিন কলেজ মোড়, খালিশপুর মেগার মোড় হয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এসময় তিনি এলাকাবাসীর সথে কুশলবিনিময় করেন এবং শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি খুলনা-৩ সংসদীয় আসনের খালিশপুর থানার নেতৃবৃন্দের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপি নেতা এইচএম আবু সালেক, হাসানউল্লাহ বুলবুল, আবদুুল মতিন বাচ্চু, ফারুক হিল্টন, নূরে আবদুল্লাহ, মেহেদী মাসুদ সেন্টু, সাইফুল ইসলাম সান্টু ও রবিউল ইসলাম রুবেল প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status