বাংলারজমিন

‘টাকায় নয়, পাহাড়ে চাকরি হবে মেধায়’

রাঙ্গামাটি প্রতিনিধি

১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪১ পূর্বাহ্ন

পাহাড়বাসী সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করাসহ গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেছেন বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান। বুধবার রাঙ্গামাটির কাউখালী উপজেলাজুড়ে নির্বাচনী প্রচারণায় স্থানীয় পাহাড়ি-বাঙালি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে মনি স্বপন দেওয়ান বলেছেন, পুরোদেশের ন্যায় পার্বত্যবাসীও বিগত ১২টি বছর তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। দেশের মানুষ রুদ্ধশ্বাস এই পরিস্থিতি থেকে মুক্তি কামনা করছে। এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। গণতন্ত্র ফিরিয়ে আনতে পারলেই দেশনেত্রী তথা গণতন্ত্ররক্ষাকারী আপসহীন নেত্রী তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব। দেশে গণতন্ত্র ফেরাতে পারলেই আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারবো আমরা। তাই দেশের মানুষকে তাদের গণতন্ত্র ফিরিয়ে দিতে ধানের শীষকে ক্ষমতায় আনতে নিজেদের ভোটাধিকার প্রয়োগের কোনো বিকল্পও নেই বলে মন্তব্য করেছেন মনি স্বপন দেওয়ান। বর্তমানে পার্বত্যাঞ্চলে একটি চতুর্থ শ্রেণির চাকরি মূল্য ৯ থেকে ১৫ লাখ টাকা মন্তব্য করে দেওয়ান বলেন, গণমানুষের ভাগ্যোন্নয়নে ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসতে পারলে পাহাড়ে চাকরি হবে মেধার মূল্যায়নের মাধ্যমে। যার উদাহরণ বিগত চারদলীয় জোটের সময় রাঙ্গামাটিতে দৃশ্যমান রয়েছে। বুধবার সকালে রাঙ্গামাটি শহর থেকে কাউখালী উপজেলা সফরে গিয়ে উপজেলার বেতবুনিয়া, গোদার পাড়, শিয়ালবুক্কা, নাইল্যাছড়ি, আদর্শগ্রামসহ উপজেলা সদরে আয়োজিত নির্বাচনী সভা-সমাবেশে ২৯৯নং আসনের ধানেরশীষের প্রার্থী সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান এসব কথা বলেন। এ সময় রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহ আলম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদৎ মো. সায়েম, জেলা তাঁতীদলের সভাপতি আব্দুল গণি মজুমদার, মহিলা দলের জেলা সম্পাদিকা শাহেদা আলম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ, ছাত্রদল নেতা আব্দুল্লাহ তুহিনসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ সময় ধানের শীষ প্রতীকের পক্ষে স্থানীয়দের ভোট প্রার্থনা করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status