বাংলারজমিন

কুমিল্লা-২

প্রচারণায় ব্যস্ত ৮ প্রার্থী

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:০৯ পূর্বাহ্ন

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছে ৮ প্রার্থী। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দলীয় নেতাকর্মীদের নিয়ে চষে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে প্রচারণায় এগিয়ে আছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ মেরী (নৌকা), বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী মো. আমির হোসেন ভূঁইয়া (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আশরাফুল আলম (হাতপাখা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের প্রার্থী মো. গোলাম মুস্তফা (টেলিভিশন), বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. নূরে আলম ভূঁইয়া (হারিকেন), বাংলাদেশ তরিকত ফেডারেশন-বিটিএফের প্রার্থী মো. জাকির হোসেন (ফুলের মালা), জাকের পার্টির প্রার্থী আঃ লতিফ স্বপন (গোলাপ ফুল) বরাদ্দ দেয়া হয়েছে। কুমিল্লা-২ আসনটি তিতাস ও হোমনা উপজেলা নিয়ে গঠিত। এ আসনে ১টি পৌরসভাসহ ইউনিয়ন রয়েছে ১৮টি। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯৮টি, এদের মধ্যে ভোটকক্ষের সংখ্যা ৫৭৪টি। দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ২৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ৫৮০ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪৩ হাজার ৪৪৭ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status