বাংলারজমিন

নোয়াখালী-৪

সরকার দলের নেতাদের তাণ্ডবের অভিযোগ বিএনপির

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

১৩ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৮:৫৩ পূর্বাহ্ন

 নোয়াখালী-৪ নির্বাচনী এলাকায় সরকারদলীয় ক্যাডারদের তাণ্ডব ও প্রশাসনিক কার্যকরী পদক্ষেপ না নেয়ায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও তৃণমূল বিএনপির সমন্বয়ক মো. শাহজাহানের বাড়িতে মঙ্গলবার রাত ১০টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি বলেন, আমাদের নেতা-কর্মীরা এবং ধানের শীষের সমর্থকরা হামলা মামলা এবং ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে। শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা করার সময়ও আমরা প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছি। আমার নির্বাচনীয় এলাকার বিভিন্ন অঞ্চলে বিএনপির অঙ্গসংগঠন ও ধানের শীষের সমর্থকদেরকে সরকারদলীয় ক্যাডারা অস্ত্র প্রদর্শন করে হুমকি ধমকি দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। তিনি আরো বলেন আন্ডার চর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মোল্লার বাড়িতে বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীদের উঠান বৈঠক চলাকালীন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলী হায়দার বক্সী ও সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনের নেতৃত্বে ১৮ থেকে ২০টি হোন্ডাসহ সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে হামলা করে আমাদের কর্মী জয়নাল ও নিজামকে চরম আহত করে। আন্ডার চর ইউনিয়নের চৌকিদার হাট-বাজারে বিএনপির সমর্থকদের দোকানে তালা লাগিয়ে দেয় এবং দোকানদারদের হুমকি প্রদর্শন করে। ‘এলাকার কেউ ধানের শীষে ভোট করিতে পারিবে না’। সুবর্ণ চর উপজেলা চরমহিউদ্দিনের সরকারদলীয় ক্যাডার রানা ডাকাতের নেতৃত্বে আমাদের উঠান বৈঠকে হামলা করা হয়। নেয়াজপুর ও অশ্বদিয়া ইউনিয়নের বিএনপির নেতা কর্মীরা উঠান বৈঠক থেকে বাড়ি ফেরার পথে সরকারদলীয় ক্যাডাররা হামলা করে আমাদের কর্মী অলি উদ্দিন ও মন্নানের বাড়িতে হামলা করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারে কালা মেম্বারের বাড়িতে ধানের শীষের বৈঠক চলাকালে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জুনায়েদ ও ছাত্রলীগ ক্যাডার বাবুর নেতৃত্বে হামলা করে। সন্ত্রাসীরা প্রকাশ্যে ইসলামগঞ্জ বাজারে অস্ত্র নিয়ে মিছিল করে। বিএনপি সমর্থদের দোকানপাট বন্ধ করে দেয় এবং প্রকাশ্যে ঘোষণা দেয় এলাকায় কেউ ধানের শীষে ভোট করিতে পারিবে না। আন্ডার চর ইউনিয়নের কাজীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাহেরকে ধানের শীষ সমর্থক সন্দেহে সরকারদলীয় ক্যাডারা লাঞ্ছিত করে। এ ব্যাপারে জেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান স্বাক্ষরিত লিখিত অভিযোগ রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার বরাবর প্রদান করিলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। মঙ্গলবার সকাল বেলায় দত্তেরহাট ও করিমপুরে ধানের শীষের নির্বাচনী অফিস সরকারদলীয় ক্যাডাররা ভাঙচুর করে এবং তালা মেরে দেয়। একই দিন বিকাল ৪টায় সদর উপজেলায় এওজবালিয়া ইউনিয়নে উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম রিজভির বাড়িতে ধানের শীষের উঠান বৈঠক চলাকালে সদর পশ্চিম অঞ্চলে কুক্ষাত সন্ত্রাসী ও সরকার দলীয় ক্যাডার ডাকাক ফেরদৌস, ডাকাত জসিম মেম্বার ও ডাকাত সুমনের নেতৃত্বে ৫০-৬০ জনের সংঘবদ্ধ সন্ত্রাসী ভয়ংকর অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সভায় এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। ঘটনা স্থলে ১ জন নিহত হয়। এ সময় উপস্থিত ছিলেন মাইজদী শহর বিএনপি সভাপতি আবু নাছের, ধভিপি জসিম, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক নোমান, অ্যাডভোকেট কাউসার নেয়াজি, অ্যাডভোকেট এ.বি.এম জাকারিয়া সহ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status