অনলাইন

আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে: আফরোজা আব্বাস

স্টাফ রিপোর্টার

১২ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৭:৩২ পূর্বাহ্ন

আমাকে হত্যার উদ্দেশ্যে নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন মহিলা দলের সভাপতি ও ঢাকা-৯ আসনের ধানের শীষের প্রার্থী আফরোজা আব্বাস। বুধবার সন্ধ্যায় রাজধানীর শাজাহানপুরের বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, আজ কমলাপুর হাই স্কুলের সামনে নির্বাচনী প্রচারণা চালাবো বলে গতকালই প্রশাসনকে লিখিত জানিয়েছিলাম। সেই অনুযায়ী সকাল সাড়ে ১০ টার দিকে প্রচারণা শুরু করলে ছাত্রলীগ আমাদের উপর হামলা চালায়।

পরে সেখান থেকে সরে গিয়ে মাদারটেক চৌরাস্তা এলাকায় আবার প্রচারণা চালাতে গেলে হঠাৎ করে সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগ ও যুব মহিলা লীগের ২৫/৩০ জন নেতাকর্মী আমাদের উপর হামলা চালায়। এসময় সবুজবাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহরিয়ার, যুব মহিলা লীগের রিনা খানম, যুবলীগ সভাপতি হিল্টন, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, সবুজবাগ থানার ৫ নং ওয়ার্ড কমিশনার মঞ্জুর মেয়ে তানিয়া, ৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রিপন, যুবলীগ নেতা নাদিম, আওয়ামী লীগ নেতা রাজ্জাকসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। আমরা প্রচারণা চালানোর সময় তারা আমার সামনে দিয়ে নৌকা নৌকা বলে সেøাগান দিতে থাকে। এক পর্যায়ে চিত্তরঞ্জন দাসের হুকুমে আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী আমার সঙ্গে থাকা মহিলা দলের নেতাকর্মীদের উপর চড়াও হয়। মহিলাদলের কর্মী শামীমা সুলতানা শীলার চুলের মুঠি ধরে পিটাতে থাকে।

এসময় তারা ধারালো অস্ত্র, লাঠি সোটা নিয়ে আমি এবং আমার সামনে থাকা কর্মীদের উপর আক্রমণ করে। এসময় একাত্তর টেলিভিশন ও সময় টেলিভিশনের ক্যামেরা ভাঙচুর করে। আমাকে তারা প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল। তিনি বলেন, আমাকে বাঁচাতে গিয়ে আমার ড্রাইভার রশীদ মারাত্মকভাবে আহত হয়। রশীদের পায়ের রানে কোপ লাগে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে মহিলা দলের কর্মী শিলাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। নখ উপড়ে ফেলেছে। এছাড়া, মহিলা দলের কর্মী জোহরা আক্তার জুঁই, সেলিনা আক্তার, আসমা আজিজ, নাসিমা আনোয়ার, শাহেরা আলী, পারভীন, ফরিদার জামা-কাপড় ধরে টেনে- হিঁচড়ে, লাঞ্চিত ও শারীরিকভাবে আহত করে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status