অনলাইন

‘ইসিতে অভিযোগ জানিয়ে ফেরার পথে বিএনপি নেতা আটক’

স্টাফ রিপোর্টার

১২ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৩:৪৩ পূর্বাহ্ন

নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে ফিরে যাওয়ার সময় ঢাকা-১৩ আসনে বিএনপি প্রার্থী আবদুস সালামের সঙ্গে থাকা বিএনপি নেতা ওসমান গণি শাজাহানকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ দুপুরে পুলিশ আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনের এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। তবে  শেরেবাংলা নগর থানা পুলিশ জানিয়েছে, তারা এমন কাউকে আটক করেনি।
নিজ নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড়, অপতৎপরতাসহ বেশ কিছু অভিযোগ নিয়ে দুপুরে নির্বাচন কমিশনে যান আবদুস সালাম। কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদের সঙ্গে  দেখা করেন তিনি। দুপুর দেড়টার দিকে ইসি থেকে বেরিয়ে গুলশান এলাকায় ফেরার পথে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আইডিবি ভবনের সামনে থেকে ওসমান গণিকে আটক করে নিয়ে যায়। এমন ঘটনার পর আবদুস সালাম আবার ইসি সচিবের কাছে আটকের বিষয়ে অভিযোগ জানান। আবদুস সালাম সাংবাদিকদের বলেন, বিষয়টি মর্মান্তিক ও দুঃখজনক। নিজের কাছেই নিজেকে অপরাধী মনে হচ্ছে। এভাবে চলতে থাকলে কিভাবে নির্বাচন হবে? অভিযোগ জানিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশন ভবনের কয়েকশ’ গজের মধ্যে বিএনপি নেতাকে আটকের ঘটনায় বিস্ময় ও  ক্ষোভ প্রকাশ করেন আবদুস সালাম।

তিনি বলেন, আমি ইসি সচিবকে জানিয়েছি, আপনাদের কাছে অভিযোগ দেয়ার কিছুক্ষণ পরই কিভাবে আমার একজন কর্মী আটক হয়? এটা কি আইনশৃঙ্খলা বাহিনীর অপতৎপরতার আরেকটা জ্বলন্ত প্রমাণ নয়? তার মানে কি, আমরা নির্বাচন কমিশনেও নিরাপদ না? আমরা কোথায় যাবো, আমরা কি নির্বাচন করবো না?

আবদুস সালাম সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন যদি অপরাগ হয় তাহলে নির্বাচন না করতে আমাদের বলে দিক, কমিশন কারও নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। কমিশন তাহলে আমাদের  নেতাকর্মীদের মানা করে দিক। এমন অভিযোগের বিষয়ে ইসি সচিব আবদুস সালামকে জানিয়েছেন, সিইসি’র সঙ্গে আলোচনা করে বিষয়টি দেখবো। আবদুস সালাম আরো জানান, আটক ওসমান গণির বিরুদ্ধে কোন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নেই। সব মামলায় জামিন থাকা স্বত্ত্বেও এভাবে আটক করে নিয়ে গেছে। এভাবে চলতে থাকলে নির্বাচন করা অসাধ্য বলে জানান আবদুস সালাম। ধরপাকড়ের ভয়ে কর্মীদের নিয়ে ঠিকমত মাঠেই নামতে পারছেন না তিনি ও তার নেতাকর্মীরা। এসব ঘটনার দ্রুত বিচার দাবি করেন বিএনপির এই প্রার্থী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status