বিশ্বজমিন

বাংলাদেশী অবৈধ অভিবাসীদের জন্য ব্যাঙ্গালুরুকে স্লিপার সেল হতে দেবে না রাজ্য সরকার

মানবজমিন ডেস্ক

১২ ডিসেম্বর ২০১৮, বুধবার, ১১:৩১ পূর্বাহ্ন

বাংলাদেশী অবৈধ অভিবাসী ও রোহিঙ্গাদের জন্য ব্যাঙ্গালুরুকে ‘স্লিপার সেল’ হতে দেবেন না সেখানকার উপ মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর। তিনি বলেছেন, এসব অভিবাসীকে সনাক্ত করা ও তাদেরকে বের করে দেয়ার কাজ চলছে। মঙ্গলবার বিধানসভায় কংগ্রেস নেতা এন রবিকুমারের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। কয়েক মাস আগে ব্যাঙ্গালুরুতে বোধগয়া বিস্ফোরণের পর কিছু সংখ্যক মানুষকে গ্রেপ্তার করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। তারপর থেকে রাজ্য সরকার অবৈধ অভিবাসীদের বিষয়ে খুবই সতর্ক রয়েছে। তার মতে, ব্যাঙ্গালুরুতে পাওয়া গেছে ১৭৭ জন রোহিঙ্গাকে। ১০৮ জন রোহিঙ্গার বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে। তা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে তাদেরকে ফেরত পাঠানোর জন্য। তিনি আরো বলেন, অনেক বছর ধরে ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশী অবৈধ অভিবাসী ও রোহিঙ্গারা গিয়ে আশ্রয় নিয়ে আছে। গত চার থেকে ৫ বছরে এই সংখ্যা ব্যাঙ্গালুরুতে বেড়েছে। তিনি আরো জানান, অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে গঠন করা হয়েছে একটি বিশেষ টাস্ক ফোর্স। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে সহাযোগিতা করতে বলা হয়েছে। বিশেষ করে মারাথাহালি, সারজাপুর, বেলান্দুর, দেভারা বিছানাহালি, কাদু বিছানাহালি ও হোয়াইটফিল্ড এলাকায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status