দেশ বিদেশ

ঢাকা-৮

দিনভর প্রচারণা

স্টাফ রিপোর্টার

১২ ডিসেম্বর ২০১৮, বুধবার, ১০:১৪ পূর্বাহ্ন

 ঢাকা-৮ আসনে দিনভর প্রচারণা চালিয়েছেন মহাজোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এ আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও প্রচারণা শুরু করেছেন। একই সঙ্গে তিনি তার কর্মী সমর্থকদের নির্দেশনা দিয়ে প্রচারণার জন্য প্রস্তুত করছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর প্রচারণা সোমবার শুরু হলেও আনুষ্ঠানিকভাবে গতকাল প্রচার-প্রচারণা শুরু করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। গতকাল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভার মাধ্যমে এ প্রচারণা কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা-৮ আসনে মহাজোটের প্রার্থী, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।
প্রচারণায় আব্বাস, পরিবেশ নিয়ে শঙ্কা
আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মির্জা আব্বাস। গতকাল নির্বাচনী প্রচারণা শুরুর আগে শাহজানপুরের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি। নির্বাচনে প্রচারণা শুরু করলেও তিনি এবং তার পরিবার সারাক্ষণ আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান মির্জা আব্বাস। এ ছাড়া নেতাকর্মীদের হয়রানির অভিযোগও করেন তিনি। মির্জা আব্বাস বলেন, নির্বাচনে অংশ নেয়ার কারণে আমি এবং আমার পরিবার সারাক্ষণ একটা ভয়ের মধ্য আছি। প্রতিদিন আমার নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছে। আমার সঙ্গে দেখা করতে আসা অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত আমার ৫০০০ নেতাকর্মীর নামে গায়েবি মামলা করা হয়েছে। আর গ্রেপ্তার করা হয়েছে তিনশ’র অধিক। নেতাকর্মীদের পাশাপাশি আমার আত্মীয় স্বজনদেরও বিভিন্ন ভাবে হেনস্তা করা হচ্ছে। পুলিশ আমার লোকজনকে কেন গ্রেপ্তার করছে আমি কিছুই জানি না। কারণ আমি তো পুলিশকে শত্রু মনে করি না। নির্বাচনে পুলিশকে আওয়ামী লীগের কর্মচারী না হয়ে সরকারের কর্মচারী হিসেবে কাজ করার আহ্বান জানান মির্জা আব্বাস। তিনি বলেন, পুলিশ ভাইদের কাছে আমার অনুরোধ আপনারা নিরপেক্ষ হিসেবে কাজ করেন। আপনারা আওয়ামী লীগের কর্মচারী না হয়ে সরকারি কর্মচারী হিসেবে কাজ করেন। ঢাকা-৮ আসন থেকে নৌকা মার্কায় নির্বাচন করছেন মহাজোট ও ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন। আসন্ন নির্বাচনে রাশেদ খান মেননকে শত্রু না ভেবে শুধু প্রতিদ্বন্দ্বী হিসেবে নিচ্ছেন বলে জানান আব্বাস। এমনকি যেকোনো প্রয়োজনে মেননকে সাহায্য করারও প্রতিশ্রুতি দেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, আমি মেনন ভাইকে আমার কোনো শত্রু মনে করছি না। ওনাকে শুধু আমার প্রতিদ্বন্দ্বী মনে করছি। আমি আশা করি এই আসনে সুষ্ঠু নির্বাচনের জন্য অন্য প্রার্থীদের পাশাপাশি উনিও কাজ করবেন। আর যেকোনো প্রয়োজনে আমি ওনাকে যেকোনো সাহায্য করতে প্রস্তুত রয়েছি। দুপুর ২টার দিকে দক্ষিণ শাহজানপুর এলাকায় কিছু সময় প্রচারণা চালান মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস। পরে বেলা তিনটায় শাহবাগ থানার নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন মির্জা আব্বাস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status