দেশ বিদেশ

শহীদ মিনার থেকে বাম জোটের নির্বাচনী প্রচারণা শুরু

স্টাফ রিপোর্টার

১২ ডিসেম্বর ২০১৮, বুধবার, ১০:১৩ পূর্বাহ্ন

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছে ৮টি বাম দল নিয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট। গতকাল সকাল ১১টায় জোটের পক্ষ থেকে মনোনীত বিভিন্ন আসনের প্রার্থীরা ফুল দিয়ে নিজেদের নির্বাচনী প্রচারণার সূচনা করেন। এ সময় জোটের পক্ষ থেকে বলা হয়, এ দেশের সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার ফিরিয়ে দিতেই আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিয়েছি। দুই দলীয় মেরুকরণের এই অপশাসন রুখে দিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা। জনগণের শক্তি, জনগণের কাছে ফিরিয়ে দেয়ার অঙ্গীকার জানিয়ে নিজেদের প্রার্থীদের সমর্থনে এ সময় ভোট প্রার্থনা করেন বাম জোটের নেতারা। এ সময় ঢাকা-১২ আসন থেকে মনোনীত বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী জোনায়েদ সাকি বলেন, আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। মহানগরীর প্রার্থীরা শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। সারা দেশেও আমাদের প্রার্থীরা শহীদ মিনারে ফুল দিয়ে তাদের প্রচারণা শুরু করেছেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, নানা প্রতিকূল পরিস্থিতে আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। নিজেদের অধিকার আদায়ে অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রচারণার শুরুতেই তার কর্মীদের হুমকি দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতীক বরাদ্দের পর সোমবার গভীর রাতে কোদাল প্রতীকের পোস্টার লাগানোর সময় আমার কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে ও হুমকি দেয়া হয়েছে। ছেলেদের বলা হয়েছে, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা। এখানে অন্য কারও পোস্টার লাগানো চলবে না।
জোটের অন্যতম সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি’র সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশু, গণসংহতির ফিরোজ আহমেদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status