দেশ বিদেশ

সেনা স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন করলেন সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার

১২ ডিসেম্বর ২০১৮, বুধবার, ৯:৫২ পূর্বাহ্ন

সেনা স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল  আনুষ্ঠানিকভাবে ঢাকা সিএমএইচ-এ এর কার্যক্রম উদ্বোধন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সিএমএইচ সমূহের প্রাধিকারভুক্ত রোগীরা এই সেবা গ্রহণ করতে পারবেন। এই সেবা কার্যক্রম দিন রাত ২৪ ঘণ্টা যে কোনো সময় গ্রহণ করা যাবে। এছাড়াও নন-কমিউনিকেবল ডিজিজ যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, হূদরোগ, কিডনি রোগ, ক্যান্সার প্রভৃতি রোগে করণীয় এবং পরামর্শ এসএমএস এর মাধ্যমে সকলকে অবহিত করা হবে।
গ্র্যাজুয়েশন ডিনার অনুষ্ঠিত: এদিকে বাংলাদেশের সার্বিক উন্নয়নে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐক্যমত তৈরিতে এনডিসি’র ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। গতকাল ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৮ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০১৮ এর গ্র্যাজুয়েশন নৈশভোজে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৮ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০১৮ কোর্সে অংশহণকারী সকলকে অভিনন্দন জানান। কলেজের শিক্ষার উঁচুমান সম্পর্কে তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন এবং কলেজের কমান্ড্যান্ট ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি জাতীয় উন্নয়ন ও নিরাপত্তার ক্ষেত্রে সকল পেশাজীবীর মধ্যে একটি সুসংহত ঐকমত্য ও একাগ্রতা থাকার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্য অর্জনের জন্য বর্তমান সরকারের ক্রমাগত প্রচেষ্টার কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ তার স্বাগত ভাষণে এনডিসি’র প্রতি বর্তমান সরকারের বিশেষ মনোযোগের জন্য এনডিসি’র কমান্ড্যান্ট প্রধান অতিথিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এনডিসি’র উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে প্রধানমন্ত্রীর সদয় পৃষ্ঠপোষকতা ও দিক-নির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারী সশস্ত্রবাহিনী, বেসামরিক প্রশাসন ও বিদেশি কোর্স মেম্বারদের পক্ষ থেকে সিনিয়র কোর্স মেম্বারগণ বক্তব্য প্রদান করেন। কোর্স কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য তারা এনডিসি’র কমান্ড্যান্ট, সকল ফ্যাকাল্টি মেম্বারগণ, স্টাফ অফিসারগণ ও সংশ্লিষ্ট সকলকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। এ বছর কোর্সে অংশ নিচ্ছেন ২৩ জন বিদেশি প্রশিক্ষণার্থীসহ সর্বমোট ৭৬ জন প্রশিক্ষণার্থী। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status